বেঙ্গালুরু: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রবি শাস্ত্রীর বিস্ফোরক অভিযোগ নিয়ে যখন ভারতীয় ক্রিকেট সরগরম, তখন সযত্নে এই বিতর্ক এড়িয়ে গেলেন নতুন কোচ অনিল কুম্বলে। কোচ হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে তিনি বলে দিলেন, ক্রিকেটাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বা রবি নন।
ভারতীয় দলের প্রাক্তন টিম ডিরেক্টর রবির অভিযোগ, তিনি যখন কোচ নির্বাচনের জন্য ইন্টারভিউ দিতে যান, তখন বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য সৌরভ সেখানে ছিলেন না। এ বিষয়ে কুম্বলেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোচ নির্বাচিত হওয়ার পর আমি প্রথমেই রবিকে ফোন করেছিলাম। তিনি ভারতীয় দলের দায়িত্ব নিয়ে সাফল্য পেয়েছেন। এখন আমি দায়িত্বে এসেছি। আমার এটাই বলার। রবি আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমি বলেছি, আমাদের দলটা দারুণ।
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই কোচ হিসেবে কুম্বলের কাজ শুরু হচ্ছে। তাঁর বিশ্বাস, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভাল খেলার ক্ষমতা আছে ভারতীয় দলের। তিনি আজ কোচের পদে আছেন। আগামীকাল অন্য কেউ কোচ হতে পারেন। এই পদে কেউই স্থায়ী নন। কিন্তু যিনিই এই পদে বসবেন, দলকে সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য থাকবে। দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি দলের সাফল্যের পথে যাত্রার অঙ্গ হতে পেরে গর্বিত।
আমি বা রবি না, ক্রিকেটাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিতর্কের জবাবে কুম্বলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2016 09:32 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -