হায়দরাবাদ: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যারাথন ম্যাচে অল্পের জন্য হেরে গিয়েছেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। দেশে ফিরে অলিম্পিকে রুপো জয়ী তারকা বলেছেন, এখন আন্তর্জাতিক ম্যাচ মানে আরও বেশি লড়াই। দীর্ঘ সময়ের র্যালির মাধ্যমে খেলোয়াড়কে সক্ষমতার পরিচয় দিতে হয়।
উল্লেখ্য, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধু ও জাপানের নোজোমি ওকুহারার ম্যাচে দেখা গিয়েছে রুদ্ধশ্বাস লড়াই। বেশ কয়েকটি লম্বা র্যালিও হয়েছে।একটা তো ছিল ৭৫ শটের। মোজোমির সঙ্গে ১.৫০ ঘন্টার লড়াইয়ে একটুর জন্য হার মানতে হয় সিন্ধুকে।
সিন্ধু বলেছেন, আন্তর্জাতিক ম্যাচ এখন আদৌ সহজ নয়। মহিলা বা পুরুষদের সিঙ্গলস বা ডাবলস- সব ম্যাচেই এখন লম্বা লম্বা র্যালি দেখা যায়। কেউ সহজে কোনও পয়েন্ট পায় না। প্রত্যেকটি পয়েন্টের জন্য লড়াই করতে হয়।
সিন্ধু বলেছেন, নোজোমির সঙ্গে ফাইনাল ম্যাচটা শারীরিক ও মানসিকভাবে দারুন ক্লান্তিকর ছিল। কিন্তু খেলার সময় মাথায় ছিল একটাই কথা, পয়েন্ট পেতে হবে। কারণ ওটা ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই লক্ষ্যেই তিনি খেলছিলেন।
সিন্ধু বলেছেন, নোজোমিও সমান ক্লান্ত হয়ে পড়েছিল। ৭৩ শটের ওই র্যালিটা বোধহয় এই প্রথম হল। এটা দারুন একটা ম্যাচ ছিল। কারণ, যে কেউ জিততে পারত।
ফাইনালে জিততে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন সিন্ধু। তিনি বলেছেন, একটা সময় ২০-অল ছিল। আমি দারুন লড়াই করি। কিন্তু দিনটা আমার ছিল না। প্রথমটা হতাশ হলেও পরক্ষণেই ওই ভাবনা মন থেকে ঝেড়ে ফেলি। পরের দিন থেকেই সব ঠিকঠাক হয়ে যায়।
ফাইনালে হারের কথা ভুলে এখন ভবিষ্যতের দিকেই নজর ২২ বছরের তারকার।
আন্তর্জাতিক ম্যাচে প্রত্যেকটা পয়েন্টের জন্য তীব্র লড়াই করতে হয়, বললেন সিন্ধু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Aug 2017 07:27 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -