পুণে: নিজের অধিনায়কত্ব নিয়ে এখনই অন্য কারও মতামত শুনতে নারাজ বিরাট কোহলি। তাঁর দাবি, ‘আমি প্রতিটি সিরিজের শেষেই নিজের বিচার করি না। ক্রিকেট ম্যাচ জেতাই আমাদের একমাত্র লক্ষ্য। দল যত ভাল পারফরম্যান্স দেখাবে এবং ধারাবাহিকভাবে ভাল খেলবে, অধিনায়কত্বও তত ভাল হবে। একজন ক্রিকেটার যদি নিজের ক্ষমতা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে না পারে, তাহলে অধিনায়কের কিছু করার থাকে না।’

কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে ভারত অধিনায়ক বলেছেন, ‘দল যত পরিণত হয়, অধিনায়ককে তত ভাল মনে হয়। কিন্তু দল ভাল খেলতে না পারলেই মনে হয়, দলের উপর অধিনায়কের নিয়ন্ত্রণ নেই। পাঁচ থেকে আট বছর যদি আমি অধিনায়ক থাকি, তাহলে নিজের বিচার করতে পারব। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, অধিনায়ক হিসেবে আমি ভাল কাজ করতে পেরেছি কি না, তার বিচার করার সময় এখনও আসেনি।’

অধিনায়কত্বের বিচার করতে রাজি না হলেও, বিরাটের মতে, অধিনায়ক নির্বাচিত হওয়ার পর তাঁর ব্যাটিংয়ের উন্নতি হয়েছে। অধিনায়ক হিসেবে কোনও সময়ই তাঁর পক্ষে আত্মতুষ্ট হওয়া সম্ভব নয়। এর ফলেই পারফরম্যান্সের উন্নতি হচ্ছে।

পারফরম্যান্সের উন্নতির জন্য ভারতের প্রধান কোচ অনিল কুম্বলেকেই কৃতিত্ব দিচ্ছেন বিরাট। তাঁর বক্তব্য, কুম্বলেও আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন। তবে তিনি জানেন, কখন আগ্রাসনকে কাজে লাগাতে হয়। সেটাই তিনি শেখাচ্ছেন।

বিপক্ষ অধিনায়ক স্টিভ স্মিথকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিরাট। তাঁর মতে, যোগ্য ব্যাটসম্যান হিসেবেই বিশ্বের এক নম্বর হয়েছেন স্মিথ। লেগস্পিনার হিসেবে কেরিয়ার শুরু করে তিনি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলা বাঁ হাতি পেসার মিচেল স্টার্কেরও প্রশংসা করেছেন বিরাট। স্টার্ককে তিনি বিশ্বমানের বোলার বলে উল্লেখ করেছেন।