শ্রেয়াসের অপরাজিত দ্বিশতরান, অস্ট্রেলিয়াকে জবাব ভারতীয় এ দলের
Web Desk, ABP Ananda | 19 Feb 2017 01:42 PM (IST)
মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতীয় এ দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখালেন শ্রেয়াস আইয়ার। তিনি অপরাজিত ২০২ রান করে অস্ট্রেলিয়াকে পাল্টা চাপে ফেলে দিলেন। একইসঙ্গে ভারতীয় দলে সুযোগ পাওয়ার দাবিও জোরদার করলেন এই ব্যাটসম্যান। শ্রেয়াসের অসাধারণ ইনিংসের সুবাদে তিন দিনের প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন ভারতীয় এ দলের প্রথম ইনিংস শেষ হল ৪০৩ রানে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৪৬৯ রান। দ্বিতীয় ইনিংসে তাদের রান ৪ উইকেটে ১১০। ফলে ম্যাচ ড্র হয়ে গেল। গতকাল দিনের শেষে ভারতীয় এ দলের রান ছিল ৪ উইকেটে ১৭৬। সেখান থেকে আজ সকালে শুরু করে দলকে বড় রানে পৌঁছে দেন শ্রেয়াস। তাঁকে যোগ্য সঙ্গত করেন কৃষ্ণাপ্পা গৌতম (৭৪)।