ডারবান: আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-টোয়েন্টি সিরিজ (T20 Series)। ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ২ দল। ইতিমধ্যেই ডারবানে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে কুড়ির ফর্ম্য়াটের সিরিজে খেলতে নামবে ভারত। তবে সিরিজ শুরুর ২ দিন আগেও দলের সঙ্গে দেখা মিলল না রবীন্দ্র জাডেজা ও শুভমন গিলের। প্রথম জন দলের সহ অধিনায়ক। দ্বিতীয় জন দলের তারকা ব্যাটার। তবে কবে তাঁরা যোগ দেবেন দলের সঙ্গে?


বিসিসিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী ২ জনেই ছুটি কাটিয়ে রবীন্দ্র জাদেজা শুক্রবার অর্থাৎ আজই দলের সঙ্গে যোগ দেবেন। প্যারিসে ছুটি কাটাচ্ছিলেন অভিজ্ঞ তারকা অলরাউন্ডার। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন গিলও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু বন্ধুদের সঙ্গে দেখা মিলেছিল গিলের। এছাড়াও ব্রিটেনে নিজের আইপিএল দল গুজরাত টাইটান্সের সতীর্থ রশিদ খানের সঙ্গে এক ফ্রেমেও দেখা যায় এই ডানহাতি তরুণ ওপেনারকে। 




এছাড়া ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাননি দীপক চাহার। টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন তিনি। সূত্রের খবর, বাবার অসুস্থতার জন্যই প্রোটিয়া সফরে দলের সঙ্গে যাননি তিনি। এখনও পর্যন্ত জানা যায়নি যে দক্ষিণ আফ্রিকায় আদৌ কবে পাড়ি দেবেন দীপক। তবে বোর্ডে সূত্রে খবর, এখনই তাঁর পরিবর্ত ঘোষণা করা হচ্ছে না, আশা করা হচ্ছে দ্রুতই তিনি দক্ষিণ আফ্রিকা পাড়ি দেবেন। উল্লেখ্য, দীপক চাহার ওয়ান ডে স্কোয়াডেও রয়েছেন। 


এদিকে, প্রথম টি-টোয়েন্টির আগে স্থানীয় আবহাওয়া দফতর যা জানান দিচ্ছে, তাতে ম্যাচের দিন তাল কাটতে পারে বৃষ্টি। জানা যাচ্ছে যে ৪৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথম ম্যাচে। অর্থাৎ ম্যাচের শুরুর দিকে বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হতে পারে। এমনকী ম্য়াচের মাঝেও বারবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হতে পারে। সমর্থকদের জন্য যা একেবারেই ভাল খবর নয়। আর্দ্রতাও অনেকটাই বাড়বে। ফলে মাঠে প্লেয়ারদেরও সমস্য়া হবে বলেই মনে করা হচ্ছে। তাপমাত্রা ২১ এর কাছাকাছি থাকবে।


 রবিবার, ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজ় (IND vs SA)। তিন ফর্ম্যাটের সিরিজ় খেলতে রামধনুর দেশে পৌঁছে গেছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে দক্ষিণ আফ্রিকায় নেমেই গণ্ডগোল। প্রবল বৃষ্টির মুখে পড়লেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়ালরা।