নয়াদিল্লি: আইসিসি টেস্ট ক্রমতালিকায় বোলারদের মধ্যে শীর্ষ স্থানে উঠে এলেন রবীন্দ্র জাডেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচে নজরকাড়া বোলিং করে রবিচন্দ্রণ অশ্বিনকে পিছনে ফেলেছেন ভারতের বাঁহাতি স্পিনার। সদ্য প্রকাশিত আইসিসি-র আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে জাডেজাই টেস্টে এইমূহুর্তে বিশ্বের সেরা বোলার। বেঙ্গালুরু টেস্টে ভারতকে জয় এনে দেওয়ার পাশাপাশি রাঁচিতেও জাডেজা দলকে প্রায় জেতানোর মতো জায়গায় নিয়ে গেছিলেন। রাঁচি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ টি উইকেট দখল করেছেন তিনি।
এর আগে ৮৯২ পয়েন্ট নিয়ে তালিকায় অশ্বিনের সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে ছিলেন জাডেজা। রাঁচি টেস্টের পারফরম্যান্সের জন্য ৭ পয়েন্ট পেয়েছেন তিনি। বিষেণ সিংহ বেদি ও অশ্বিনের পর তৃতীয় ভারতীয় হিসেবে আইসিসি-র তালিকায় শীর্ষ স্থান দখল করলেন জাডেজা।
অন্যদিকে, রাঁচিতে ২০২ রানের ইনিংসের সৌজন্য আইসিসির ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন চেতেশ্বর পূজারা। তালিকায় প্রথম স্থানে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতের অধিনায়ক কোহলি রয়েছেন চতুর্থ স্থানে।
আইসিসি র্যাঙ্কিংয়ে অশ্বিনকে টপকে শীর্ষস্থানে জাডেজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Mar 2017 01:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -