নর্থ সাউন্ড: রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মার জুটিতে মূল্যবান ৬০ রান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত ২৯৭ রান করল। দ্বিতীয় দিন লাঞ্চের আগে ভারত অলআউট হয়ে যায়।
জাডেজা (১১২ বলে ৫৮) এবং ইশান্ত (৬২ বলে ১৯) দুই ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচের আক্রমণ প্রতিহত করে ভারতকে লড়াইযের মতো স্কোরে পৌঁছে দিলেন। দিনের শুরুতেই ঋষভ পন্ত (২৪)-কে হারিয়ে আড়াইশো রানের মধ্যে ভারতের অল আউট হয়ে যাওযার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ইশান্ত শর্মা জাডেজাকে যোগ্য সঙ্গত দিলেন।
জাডেজার ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছয়। ভারতের তিনি আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের ইনিংসে ছেদ পড়ে।
ছয় উইকেটে ২০৩ রান হাতে নিয়ে দিনের খেলা শুরু করেন ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান পন্ত (২০) ও জাডেজা (৩)।
রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় তাঁকে খেলানোর সিদ্ধান্ত যে সঠিক, তা ব্যাট হাতে প্রমাণ করলেন জাডেজা। কিন্তু ব্যাটিং ভরসা দিতে পারলেন না পন্ত। জাডেজা পিচ আঁকড়ে থেকে ইশান্তকে সঙ্গে নিয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন।
পন্তকে আউট করে রোচ ইনিংসে তাঁর চতুর্থ উইকেটটি দখল করেন। তাঁর বলে দ্বিতীয় স্লিপে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের হাতে ক্যাচ তুলে আউট হন পন্ত। ২০৭ রানে সপ্তম উইকেট হারায় ভারত। এরপর ইশান্ত ও জাডেদার ১১৬ বলের যুগলবন্দী দলের রান আড়াইশো পার করে।
জাডেজার ব্যাট হাতে ত্রাতার ভূমিকা নেবেন, তা প্রত্যাশিতই ছিল। কিন্তু ইশান্ত যেভাবে ক্যারিবিয়ান পেসারদের গতি সামলেছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ৯০ তম ওভারে গ্যাব্রিয়েলের ফুল স্লোয়ার বলে আউট হন তিনি।
এরপর মহম্মদ শামি ব্যাট করতে নামেন। কিন্তু এক বল খেলেই আউট হন তিনি। রস্টন চেজের বলে আউট হন তিনি।
এরপর জাডেজা দ্রুত রান তোলার চেষ্টা করেন। কভার অঞ্চল দিয়ে বল বাউন্ডারিতে পাঠিয়ে তিনি টেস্ট ক্রিকেটে তাঁর ১১ তম হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। পরের বলেই চেজকে সুইপ করে ছক্কা মারেন জাডেজা।
এর আগে প্রথম দিনে সহ অধিনায়ক আজিঙ্কা রাহানের ৮১ রানের ইনিংসে ভর করে ভারত প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলে ঘুরে দাঁড়িয়েছিল।
এরপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে। ভারতীয় দলকে প্রথম সাফল্য এনে দিয়েছেন শামি। তাঁর বলে জন ক্যাম্পবেল ২৩ রান করে আউট হয়েছেন। ৩৬ রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট পড়ে।।