মেলবোর্ন: ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার চোট নিয়ে বিতর্কে এবার নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ সাফ জানিয়ে দিলেন যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে নেওয়ার সময় সৌরাষ্ট্রের এই ক্রিকেটার সম্পূর্ণ ফিট ছিলেন। তিনি বলেছেন, ফিটনেস রিপোর্টের ভিত্তিতেই জাডেজাকে দলে নেওয়া হয়। রিপোর্ট অনুসারে, তিনি ফিট ছিলেন।
কাঁধের চোটের কারণে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি জাডেজা। কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, ভারত থেকেই চোট নিয়ে এসেছিলেন জাডেজা।
আগামীকাল বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে। এই টেস্টের জন্য ভারতের প্রথম একাদশে রয়েছেন জাডেজা।
মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টের আগে প্রসাদ বলেছেন, যে কোনও দল বাছাইয়ের বৈঠকের আগে কমিটিকে সমস্ত প্লেয়ারদের ফিটনেস রিপোর্ট দেওয়া হয়। ওই রিপোর্ট অনুসারে, জাডেজা সম্পূর্ণ ফিট ছিলেন। এ জন্যই তাঁকে দলে নেওয়া হয়। এরপর জাডেজা রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন এবং ৬০ ওভার বোলিং করেন। তাই দল বাছাইয়ের সময় তাঁর আনফিট থাকার কোনও প্রশ্নই নেই।
প্রসাদ আরও বলেছেন, প্রত্যাশামতোই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে ফিরেছেন মহেন্দ্র সিংহ ধোনি। কারণ, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
প্রসাদ বলেছেন, আমরা আগেই জানিয়েছিলাম যে, তাঁকে ছয়টি ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে যাতে দীনেশ কার্তিক ও ঋষভ পন্তকে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দেওয়া যায়। ওরা বেশ কয়েকটি ম্যাচ খেলেছে। তাই আমরা এমএস-কে স্কোয়াডে ফিরিয়ে আনার কথা ভাবি।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের দলে ঋষভ পন্তকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে প্রসাদ বলেছেন, আগামী দিনের বড় লড়াইয়ে তাঁকে তরতাজা রাখাই এর উদ্দেশ্য।
২০১৯-র বিশ্বকাপ দলের পরিকল্পনায় যে এই তরুণ উইকেটরক্ষক ভালোমতোই রয়েছেন, তা স্পষ্ট করে দিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান।
প্রসাদ বলেছেন, বিশ্বকাপ পর্যন্ত ২০ জন প্লেয়ারের দিকেই নজর থাকবে।
প্রসাদ বলেছেন, বিশ্বকাপের খুব একটা দেরি নেই। তার আগে ভারত মাত্র ১৩ একদিনের ম্যাচ খেলবে। এখন এটাই প্রায় কোর টিম বলা যায়।