বাজারে নতুন ২০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক
Web Desk, ABP Ananda | 25 Dec 2018 03:29 PM (IST)
নয়াদিল্লি: ২০০০ আর ২০০-র পর এবার ২০ টাকা। খুব শিগগিরিই রিজার্ভ ব্যাঙ্ক আনতে চলেছে নতুন ২০ টাকার নোট। ইতিমধ্যে সকলের পকেটে এসেছে নতুন চেহারার ১০, ৫০, ১০০-র নোটও। আগের নোটগুলির থেকে ডিজাইন ও মাপে এইগুলি বেশ আলাদা। আরবিআই-এর তথ্য অনুসারে, ২০১৮র মার্চ অবধি বাজারে চালু মোট টাকার ৯.৮ শতাংশ ছিল ২০ টাকার নোট।নতুন নোটের পাশাপাশি চালু থাকবে পুরনো নোটও।