দুবাই: চোট সারিয়ে বেশ কিছুদিন পর দলে ফিরেছেন। মাঝের ওভারে তাঁর উইকেট তুলে নেওয়ার ক্ষমতা যে কেদার যাদবের আগের মতোই রয়েছে, তা এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দেখা গেল। সাইড আর্ম অ্যাকশনের অনিয়মিত স্পিনার ৩৩ বছরের কেদার তিন উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে দিলেন।
এবার বল হাতে নিজের সাফল্যের গোপন কথা জানালেন কেদার। বললেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা একদিনের ম্যাচে তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সালটা ২০১৬। তারপর থেকেই ভারতীয় দলের বোলিং আক্রমণের তুরুপের তাস হয়ে উঠেছেন তিনি।
কেদার বলেছেন, ধোনি যখন তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন, তখন থেকেই জীবনটা সম্পূর্ণ বদলে যায়।
তাঁর এই কার্যকরী বোলিংয়ের সাফল্যের গোপন চাবিকাঠি সম্পর্কে বলতে গিয়ে কেদার বলেছেন, নেটে খুব একটা বোলিং অনুশীলন করেন না তিনি। তাঁর কথায়, নেটে খুব একটা বল করি না।সত্যি কথা বলতে কী, কোনও ম্যাচের আগে অনুশীলনে কয়েক ওভার হাত ঘোরাই মাত্র। আমার মনে হয়, নেটে যদি বোলিং নিয়ে বেশি চেষ্টা ও খাটাখাটনি করি, তবে যেটা আছে সেটাও যাবে। আমি তাই নিজের ক্ষমতার বাইরে যাই না।
ভারতের হয়ে এখনও পর্যন্ত ৪২ একদিনের ম্যাচ খেলেছেন তিনি। কেদার বলেছেন, আমাদের কাছে যে প্রত্যাশা রয়েছে, তারই চেষ্টা করি। ঠিক জায়গায় বল রাখা, ফিল্ডাররা যখন সার্কেলের মধ্যে থাকে তখন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর চাপ বজায় রাখাটাই আমাদের কাজ। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলেই ফল পাওয়া যাবে। আর সেটাই হয়েছে।
অস্ত্রোপচারের পর ফিটনেস সংক্রান্ত পদ্ধতিটা তাঁকে আরও ভালো ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করেছে বলে মনে করছেন কেদার। তিনি বলেছেন, অস্ত্রোপচারের পর ফিটনেস বেড়ে গিয়েছে। গত চারমাসে ট্রেনিং ও ফিটনেস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। এটা তাঁকে প্রচুর সাহায্য করেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নিজের সাফল্যের জন্য ধোনিকে কৃতিত্ব দিচ্ছেন কেদার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Sep 2018 05:50 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -