কেদার যাদব আমাদের কোনও সুযোগ দেয়নি, স্বীকারোক্তি ইয়ন মর্গ্যানের
Web Desk, ABP Ananda | 16 Jan 2017 04:33 PM (IST)
পুণে: প্রথম ব্যাট করে ৩৫০ রান। তারপর ৬৩ রানে ভারতের ৪ উইকেট ফেলে দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু তারপরেও সিরিজের প্রথম একদিনের ম্যাচ জিতে নিল ভারত। এই হারের জন্য নিজের দলকে দোষারোপ করার বদলে কেদার যাদবের ঝোড়ো ব্যাটিংকেই কৃতিত্ব দিচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। তাঁর স্বীকারোক্তি, কেদার তাঁদের কোনও সুযোগই দেননি। প্রথম ম্যাচে সুবিধাজনক জায়গায় থেকেও শেষপর্যন্ত হেরে যাওয়ার পর মর্গ্যান বলেছেন, ’৬০ (পড়ুন ৬৩) রানে ভারতের ৪ উইকেট ফেলে দিয়েছিলাম। মিডল অর্ডার পর্যন্ত আমরা ভালই বল করছিলাম। কিন্তু তারপর জঘন্য বোলিং করলাম। কেদার যাদব এরকম ইনিংস খেলবে, সেটা আমরা আশা করিনি। ওর ৭৬ বলে শতরানকে কুর্ণিশ করতেই হবে। ও প্রথম বল থেকেই মারছিল। আমাদের কোনও সুযোগই দেয়নি।’ পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ২০০ রান যোগ করেন কেদার। তিনি ১২২ রানের ইনিংসে ১১টি বাউন্ডারি এবং দুটি ছক্কা মারেন। বিরাটকেও যেন ম্লান করে দেন কেদার। ইংল্যান্ডের বোলাররা তাঁকে থামানোর পরিকল্পনা করেই মাঠে নেমেছিলেন বলে জানিয়েছেন মর্গ্যান। কিন্তু কোনও পরিকল্পনাই কাজে লাগেনি। কেদার সব হিসেব বদলে দিয়েছেন। সেই কারণেই ৩৫০ রান করেও হারতে হল ইংল্যান্ডকে।