ওয়েলিংটন: কোণঠাসা অবস্থা থেকে অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে প্রথম টেস্টে বাংলাদেশকে সহজেই হারিয়ে দিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক কেন উইলিয়ামসনের শতরানের সুবাদে ৩৯.৪ ওভারেই ৩ উইকেটে ২১৭ রান তুলে ম্যাচ জিতে গেল নিউজিল্যান্ড। তৃতীয় উইকেট জুটিতে ১৬৩ রান যোগ করে দলকে জয় এনে দিলেন উইলিয়ামসন ও রস টেলর (৬০)। উইলিয়ামসন শেষপর্যন্ত ১০৪ রান করে অপরাজিত থাকেন।
এই ম্যাচে প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও হার এড়াতে পারল না বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের বিশাল রানের জবাবে ৫৩৯ রান করে নিউজিল্যান্ড। পঞ্চম দিন সকালে ৯ উইকেটে ১৬০ রান করে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয় বাংলাদেশ। ১৩ রান করার পরে টিম সাউদির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় আর ব্যাট করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
ওভার প্রতি প্রায় ৬ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল করতে পারেনি নিউজিল্যান্ড। দুই ওপেনার টম লাথাম (১৬) ও জিৎ রাভাল (১৩) বড় রান করার আগেই প্যাভিলিয়নে ফেরেন। তবে উইলিয়ামসন ও টেলর দলকে জয় এনে দেন।
উইলিয়ামসনের শতরান, বাংলাদেশকে হারাল নিউজিল্যান্ড
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jan 2017 01:54 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -