কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজই ভারতের কাছে প্রস্তুতির একমাত্র মঞ্চ ছিল। সেখানে সসম্মানে উত্তীর্ণ হয়েছে বিরাট কোহলির দল। এই সিরিজে ভারতের সেরা প্রাপ্তি কেদার যাদেবর উত্থান। পুণেতে প্রথম ম্যাচে এবং গতকাল ইডেনে তৃতীয় ম্যাচে অসাধারণ ইনিংসের মাধ্যমে কেদার বুঝিয়ে দিয়েছেন, তিনি ভবিষ্যতের তারকা হতে চলেছেন।
গতকাল ইডেনে ৫ রানে হেরে গিয়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ হারিয়েছে ভারত। তবে কেদার ও হার্দিক পাণ্ড্যর লড়াই সবার নজর কেড়ে নিয়েছে। ষষ্ঠ উইকেট জুটিতে ১০৪ রান যোগ হয়। কেদার ও হার্দিকের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘এই সিরিজ থেকে আমাদের অনেক প্রাপ্তি হয়েছে। শেষ ম্যাচেও ১৭৩ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরে কেদার ও হার্দিক আমাদের জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিল। ভাল মানের পেসারদের বিরুদ্ধে ওরা দারুণ লড়াই করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা আগাম ঝলক।’
সীমিত ওভারের ক্রিকেটে ভারতের বর্তমান দলে বেশিরভাগ খেলোয়াড়ই তরুণ। তাঁরা লোয়ার অর্ডারে নিজেদের দায়িত্ব পালন করায় খুশি বিরাট। বিশেষ করে কেদারকে নিয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক বলেছেন, ‘যাদবকে পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। গত বছর থেকেই আমরা ওকে দেখছি। বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও, নিজের যোগ্যতা প্রমাণ করেছে। ওর জন্যই যুবি ও ধোনি উপরের দিকে ব্যাট করার সুযোগ পাচ্ছে। যাদবের ম্যাচ রিডিংও ভাল। হার্দিকও অল-রাউন্ডার হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করছে।’
জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বিরাট চাইছেন, ভারতীয় পেসাররা উপযুক্ত লাইন ও লেংথে বল করা আয়ত্ত করুন। ইংল্যান্ডের পিচে উইকেট নেওয়ার জন্য তৈরি হতে হবে ভুবনেশ্বর কুমার, উমেশ যাদবদের।
কেদার-হার্দিকের পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফির আগাম ঝলক, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jan 2017 08:53 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -