আমদাবাদ: দল হেরে গিয়েছে। ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতীয় দল ৬ উইকেটে হারিয়ে দিয়েছে ক্যারিবিয়ানদের। কিন্তু দল হারলেও নিজে নজির গড়লেন জেসন হোল্ডার। দলের ব্যাটিং ভরাডুবি আটকে ৭১ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন হোল্ডার। তার সঙ্গে সঙ্গেই পঞ্চম ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ফর্ম্যাটে ২ হাজার রান ও ১০০ উইকেটের মালিক হলেন হোল্ডার। দীর্ঘকায় এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের ঝুলিতে রয়েছে ২০১১ রান ও ১৪১ উইকেট। এই তালিকায় শীর্ষে রয়েছেন ভিভ রিচার্ডস। তালিকায় পরের তিনটি নাম কার্ল হুপার, ক্রিস গেল ও ডোয়েন ব্র্যাভো। 


ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে অর্ধশতরান করলেও বল হাতে নিজের কোটার ১০ ওভার পূরণ করতে পারেননি হোল্ডার। মাত্র ২৮ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল ভারত। হোল্ডার ৫ ওভারে ২৯ রান দিলেও কোনও উইকেট পাননি। 


প্রথম ওয়ান ডে ম্যাচে, টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৩.৫ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৫৭ রান করেন জেসন হোল্ডার। ২৯ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। ভারতের হয়ে ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহল। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ শামি।



রান তাড়া করতে নেমে ভারতের কোনও সমস্যাই হয়নি। অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ঈশান কিষাণ। রোহিত ৫১ বলে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৬০ রান করেন। ঈশান করেন ২৮ রান। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি করেন ৮ রান। ঋষভ পন্থ করেন ১১ রান। সূর্যকুমার যাদব ৩৪ ও দীপক হুডা ২৬ রান করে অপরাজিত থাকেন।