সাউদাম্পটন: বর্ণবিদ্বেষ নিয়ে মাইকেল হোল্ডিংয়ের বক্তৃতার প্রশংসায় পঞ্চমুখ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের। তিনি বলেছেন, তাঁর ওপর এই ভাষণের বড়সড় প্রভাব পড়েছে।
এর আগে বুধবার প্রাক্তন ক্যারিবিয়ান বিশ্বত্রাস বোলার হোল্ডিং বলেছিলেন যে, সমাজ এখনও বর্ণবিদ্বেষ সমস্যা কাটিয়ে উঠতে পারেনি। বর্তমান প্রেক্ষাপটে কৃষ্ণাঙ্গদের জীবনও যে মূল্যবান তা স্বীকার করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাউদাম্পটনে বুধবার ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট শুরুর আগে তথ্যচিত্র ও হোল্ডিংয়ের সঙ্গে আলাপচারিতা সম্প্রচারিত হয়।
টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলার সময় স্কাই স্পোর্টস ক্রিকেটের সঙ্গে কথা বলতে গিয়ে হোল্ডার বলেছেন, আমি মাইকির সঙ্গে ওই সাক্ষাত্কার দেখেছি। তা আমি আমার শিরায় শিরায় অনুভব করেছি। ওই ভাষণ এতটাই শক্তিশালী ছিল যে তা মস্তিষ্কে শিহরণ জাগিয়ে দিয়েছিল। তাঁকে কৃতিত্ব দিতেই হবে এবং আমি ব্যক্তিগতভাবে তাঁকে ধন্যবাদ জানাতে চাই।
তিনি বলেছেন, হোল্ডিংয়ের এই বার্তা মানুষ বুঝতে পারবেন এবং যে পদ্ধতিগত সমতার কথা বলা হচ্ছে, তা বুঝতে পারবেন।
হোল্ডার বলেছেন, কখনও কখনও খেলার থেকেও বড় চিত্র থাকে এবং আমাদের প্রত্যেকের জন্য সমান অধিকারের প্রয়োজন।
এ ব্যাপারে হোল্ডিং বলেছেন, হোল্ডারের তাঁকে ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। তিনি চান যে, ওয়েস্ট ইন্ডিজ এই ব্যাটন এগিয়ে নিয়ে যাক এবং জীবন ও খেলাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকুক।
হোল্ডিং বলেছেন, খেলায় কেরিয়ার শেষ হলে হোল্ডারদের সমাজে ফিরতে হবে। ক্রীড়াক্ষেত্রের বাইরেও সমতার প্রয়োজন রয়েছে।
বর্ণবিদ্বেষের বিরুদ্ধে মাইকেল হোল্ডিংয়ের আবেগপ্রবণ বক্তৃতায় আপ্লুত জেসন হোল্ডার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jul 2020 04:58 PM (IST)
বর্ণবিদ্বেষ নিয়ে মাইকেল হোল্ডিংয়ের বক্তৃতার প্রশংসায় পঞ্চমুখ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের। তিনি বলেছেন, তাঁর ওপর এই ভাষণের বড়সড় প্রভাব পড়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -