পুণে: একদিনের সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে চাপে ফেলে দিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে জেসন রয় (৭৩), জো রুট (৭৮) ও বেন স্টোকসের (৬২) দুরন্ত ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫০ রান করল ইংল্যান্ড। ফলে ভারতের কাজটা যথেষ্ট কঠিন। অধিনায়ক বিরাট কোহলি, সদ্য প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও যুবরাজ সিংহকে ভাল পারফরম্যান্স দেখাতে হবে। না হলে ভারতের পক্ষে এই ম্যাচ জেতা খুব কঠিন।
অধিনায়ক হিসেবে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। কিন্তু ভারতের বোলাররা তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারলেন না। শুরু থেকেই সাবলীলভাবে ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। দলের ৩৯ রানের মাথায় রান আউট হয়ে যান অ্যালেক্স হেলস (৯)। কিন্তু তাতে ইংল্যান্ডের কোনও সমস্যাই হয়নি। জেসন ও রুটের জুটিতে যোগ হয় ৬৯ রান। জেসন আউট হয়ে যাওয়ার পর অধিনায়ক ইয়ন মর্গ্যান (২৮) ও জোশ বাটলারকে (৩১) নিয়ে দলের রান বাড়ান রুট। তিনি ফিরে যাওয়ার পর শেষদিকে স্টোকস ঝোড়ো ব্যাটিং করে দলের রান ৩০০ পার করে দেন।
ভারতের কোনও বোলারই এদিন দাপট দেখাতে পারলেন না। টেস্টে বিশ্বের এক নম্বর বোলার অশ্বিন ৮ ওভারে দেন ৬৩ রান। তিনি একটিও উইকেট পাননি। বাকি বোলারদের পারফরম্যান্সও তথৈবচ। ভারতের বোলারদের এই ব্যর্থতার সুযোগেই বড় রান তুলল ইংল্যান্ড। টেস্ট সিরিজে ৪-০ হারের পর এবার একদিনের সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা করছে ইংল্যান্ড।
Live: জেসন রয়, রুট, বেন স্টোকসের দাপটে ৩৫০ রান ইংল্যান্ডের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jan 2017 05:05 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -