মেলবোর্ন: আগামী মাসে ভারত সফরের জন্য ১৬ জনের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দলে ৬ জন ব্যাটসম্যান, দু জন অলরাউন্ডার, একজন উইকেটকিপার, তিন পেসার এবং চার স্পিনার আছেন। দু বছর পর টেস্ট দলে ফিরলেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এই প্রথম দলে জায়গা পেলেন লেগস্পিনার মিচেল স্বেপসন। দল ঘোষণা থেকেই স্পষ্ট, এবারের ভারত সফরে স্পিনের উপর জোর দিচ্ছে অস্ট্রেলিয়া।


২৩ ফেব্রুয়ারি পুণতে সিরিজের প্রথম টেস্ট। বাকি তিনটি টেস্ট হবে যথাক্রমে বেঙ্গালুরু (৪ থেকে ৮ মার্চ), রাঁচি (১৬ থেকে ২০ মার্চ) এবং ধর্মশালায় (২৫ থেকে ২৯ মার্চ)।

২০০৪ সালের পর থেকে ভারতের মাটিতে টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়া। গতবার চার টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। এবার তাই ভাল ফলের লক্ষ্যে মরিয়া স্মিথের দল। সেই কারণেই দলে রাখা হয়েছে চার স্পিনারকে। অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী প্রধান নির্বাচক ট্রেভর হনস বলেছেন, প্রয়োজনে দ্বিতীয় টেস্টের পর দলে পেসারের সংখ্যা বাড়ানো হতে পারে। আপাতত এই দল নিয়ে তাঁরা আশাবাদী।

ভারত সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল- স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন আগর, জ্যাকসন বার্ড, পিটার হ্যান্ডসকম্ব, জোশ হ্যাজেলউড, উসমান খোয়াজা, নাথান লিয়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ ও’কিফি, ম্যাথু রেনশ, মিচেল স্টার্ক, মিচেল স্বেপসন ও ম্যাথু ওয়েড (উইকেটকিপার)।