বিরাট সচিন নয়, বুমরাহ বাচ্চা ছেলে, আমার সময়ে ওর বল সহজেই খেলে দিতাম, দাবি আবদুল রজ্জাকের
Web Desk, ABP Ananda | 04 Dec 2019 05:53 PM (IST)
সচিনের বিরুদ্ধে অনেক ম্যাচই খেলেছেন রজ্জাক।
নয়াদিল্লি: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা বোলার হলেও, জসপ্রীত বুমহরাহকে বেশি গুরুত্ব দিতে নারাজ পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুল রজ্জাক। তিনি বুমরাহকে ‘শিশু’ বলে কটাক্ষ করেছেন। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে কিংবদন্তী সচিন তেন্ডুলকরের সঙ্গে একই সারিতে রাখতেও নারাজ রজ্জাক। একটি সাক্ষাৎকারে রজ্জাক বলেছেন, ‘আমি বিভিন্ন দেশের বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে খেলেছি। জসপ্রীত বুমরাহকে খেলতে আমার কোনও সমস্যাই হত না। আমি ব্যাটিং করলে বরং ও-ই চাপে থাকত। কারণ, কেউ গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের মতো বোলারের মোকাবিলা করলে আত্মবিশ্বাস বাড়ে। আমার কাছে বুমরাহ শিশু বোলার। আমি সহজেই ওর বল খেলে দিতাম। আমার মুখোমুখি হলে ওর মাথায় থাকত, আমি নিজের সময়ে বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে খেলেছি। তাই ওর উপরেই চাপ থাকত।’ রজ্জাক আরও বলেছেন, ‘বর্তমান খেলোয়াড়দের মধ্যে বুমরাহ ভাল বোলার। অদ্ভূত বোলিং অ্যাকশনের জন্য ও সাফল্য পাচ্ছে। ও অদ্ভূতভাবে দৌড়ে বল করে। তবে ও খুব ভালভাবে বল ছাড়ে। ওর বল সিমে পড়ে। ফলে ওর বোলিং কার্যকর হয়।’ সচিনের বিরুদ্ধে অনেক ম্যাচই খেলেছেন রজ্জাক। সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বিরাটের সঙ্গে সচিনের তুলনা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘১৯৯২ থেকে ২০০৭ সালের মধ্যে যারা খেলেছে, তারা বলতে পারবে ক্রিকেট কীরকম ছিল। সেই সময় বিশ্বমানের ক্রিকেটাররা ছিল। এখন আর বিশ্বমানের খেলোয়াড় নেই। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিংয়ে গভীরতা নেই। বিরাট কোহলি ভাল খেলোয়াড়, ধারাবাহিকভাবে রানও করে চলেছে। কিন্তু ওকে সচিন তেন্ডুলকরের সঙ্গে একই সারিতে রাখা যাবে না। সচিন সম্পূর্ণ অন্য স্তরের ক্রিকেটার।’