নয়াদিল্লি: ভারতীয় দলের পেসার জসপ্রিত বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে অনেক বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, বোলিং অ্যাকশন সঠিক না হওয়ার কারণেই বুমরাহকে বারবার চোট আঘাতের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু বুমরাহ ওই বক্তব্যেকে গুরুত্ব দিতে নারাজ।
উল্লেখ্য, প্রাক্তন পাক ফাস্ট বোলার আকিব জাভেদ মন্তব্য করেছিলেন যে, অদ্ভূত বোলিং অ্যাকশনের কারণেই চোট পেয়ে থাকেন বুমরাহ।
এ ব্যাপারে বুমরাহ বলেছেন, বিশেষজ্ঞরা কী বলছেন, তা নিয়ে মাথা ঘামাই না। আমার নজর শুধু একটা দিকেই থাকে ও তা হল কোন কোন বিষয় থেকে আমি সাহায্য পেতে পারি। নিজেকে ফিট রাখার জন্য কী করার প্রয়োজন, তা নিয়ে ভাবি। বোলিংয়ের ক্ষেত্রে একেবারে সঠিক অ্যাকশন বলে কিছু হয় না। এমন কোনও বোলার কি রয়েছে, যার চোট লাগে না। আমি শুধু নিজের ফিটনেসকে কীভাবে আরও উন্নত করতে পারে, সেদিকে খেয়াল রাখি।
কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। দলের ডেথ ওভার বিশেষজ্ঞ বলেছেন, পরিস্থিতি না দেখে অস্ট্রেলিয়া সফর সম্পর্কে আগাম কোনও মন্তব্য করা ঠিক হবে না।
তিনি বলেছেন, ওখানে বল বরাবরই বাউন্স করে। কিন্তু সেই সঙ্গে বড় রানও ওঠে। এ ব্যাপারে আমি আগে থেকে বেশি কিছু ভাবছি না। আমি শুধু পরের ম্যাচ নিয়ে ভাবতে চাই।
বোলিং অ্যাকশন নিয়ে বিশেষজ্ঞদের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বুমরাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2018 09:09 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -