চমকপ্রদ রেকর্ড, এশিয়ার প্রথম বোলার হিসেবে কৃতিত্ব অর্জন জসপ্রিত বুমরাহর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Aug 2019 06:41 PM (IST)
বিশ্বকাপের পর প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে সেভাবে উজ্জ্বল ছিলেন না তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসেই চেনা ছন্দে পাওয়া গেল বুম-বুম বুমরাহকে।
অ্যান্টিগা: হনুমা বিহারী যাতে টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরি সম্পূর্ণ করতে পারেন, সেজন্য অপেক্ষায় ছিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ৯৩ রান করে আউট হনুমা আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ৪১৯ রানের লক্ষ্য ছিল। উইকেটে এমন কিছু জুজু ছিল না। ভারতীয় ব্যাটসম্যানরাই তা দেখিয়ে দিয়েছেন। কিন্তু বল করতে এলে জসপ্রিত বুমরাহর কাছে পরিবেশ বা পিচ-এসব কোনও গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। বল হাতে খেলার রাশ নিজের হাতেই রাখতে পছন্দ করেন তিনি। বিশ্বকাপের পর প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে সেভাবে উজ্জ্বল ছিলেন না তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসেই চেনা ছন্দে পাওয়া গেল বুম-বুম বুমরাহকে। মাত্র আট ওভার হাত ঘুরিয়ে পাঁচ উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডারকে দুমড়ে-মুচড়ে দিলেন ভারতের এই ফাস্ট বোলার। বিধ্বংসী ওই স্পেলে এক নাগাড়ে ব্যাটসম্যানদের স্ট্যাম্প লক্ষ্য করে শানালেন নির্মম আক্রমণ। প্রথম ওভারেই ক্রেগ ব্রেথওয়েটকে তুলে নিয়েছিলেন তিনি। এরপর আর খুব বেশি লড়াই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৫ রানেই অর্ধেক ইনিংস গুটিয়ে যায় তাদের। ম্যাচের ফলাফল তখনই নির্ধারিত হয়ে গিয়েছিল।বুমরাহর বোলিং বিশ্লেষণ ৮-৪-৭-৫। আর এই দুরন্ত বোলিংয়ের মাধ্যমে দারুণ এক রেকর্ডের মালিক হলেন বুমরাহ। টেস্ট ক্রিকেটে ভারতের কোনও বোলার এত কম রান দিয়ে পাঁচ উইকেট দখল করলেন। এছাড়াও আরও একটি রেকর্ড করেছেন যা কোনও ভারতীয় বোলার তো বটেই, এশিয়ার কোনও বোলারও এর আগে এই রেকর্ড গড়তে পারেননি। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও এখন ওয়েস্ট ইন্ডিজ-এই চার দেশ সফরের প্রত্যেকটিতেই কোনও একটি ইনিংস পাঁচ উইকেট দখলের নজির গড়লেন তিনি। শুধু তাই নয়, ওই চার দেশে প্রথমবার সফরেই এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন ইশান্ত শর্মা। তিনি ৩১ রানে ৩ উইকেট পেয়েছেন। ম্যাচের শেষে বুমরাহ জানিয়েছেন, নিজের বোলিংয়ে আরও বৈচিত্র যোগ করেছেন তিনি। বুমরাহ বলেছেন, আমি ইনসুইঙ্গার করি। কিন্তু যত বেশি টেস্ট ম্যাচ খেলছি, তত বেশি আউটসুইঙ্গার নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছি।