মুম্বই: গত সপ্তাহে ধস। চলতি সপ্তাহের শুরুতেই আবার চাঙ্গা শেয়ার বাজার। গত বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকে এক ধাক্কায় ৫৩৭ পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স। চলতি সপ্তাহের প্রথম দিনেই সেই ধাক্কা সামলে সোমবার বাজার খুলল ৬৬২ পয়েন্ট বৃদ্ধি নিয়ে। বাড়তে বাড়তে তা দাঁড়ালো ৭৯৩ পয়েন্টে। ২০ মে-র পর এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ বৃদ্ধি। দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার বিদেশি বিনিয়োগকারীদের থেকে অতিরিক্ত সারচার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়াতেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও ০.৯৯ শতাংশ কমেছে।
এরই প্রভাব পড়েছে নিফটি-তেও। ১৭০ পয়েন্ট বেড়ে ১১ হাজারের গণ্ডি ছুঁয়েছে নিফটি। আগের সেশনেই নিফতি বেড়ে দাঁড়িয়েছিল ৮০ পয়েন্টে। ওই সেশনেই সেনসেক্স ২২৮.২৩ পয়েন্ট উঠে বন্ধ হয়ে যায়।
এর ফলে এসবিআই, এম অ্যান্ড এম, এইচডিএফসি টুইনস, ইয়েস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, বজাজ ফিনান্স, এল অ্যান্ড টি, আইটিসি এবং অ্যাক্সিস ব্যাঙ্কের শোয়ার হোল্ডাররা লাভবান হয়েছ। অন্যদিকে, বেদান্ত, টাটা স্টিল, ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক, সান ফার্মা, এইচসিএল টেক, হিরো মোটোকপের মতো সংস্থার ৪ শতাংশ পর্যন্ত শেয়ারের দাম পড়েছে।
প্রসঙ্গত, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় বিদেশি বিনিয়োগে অতিরিক্ত সারচার্জের কথা জানিয়েছিলেন। শুক্রবার তিনি সেই সারচার্জ প্রত্যাহার করার কথা জানান। এতেই চাঙ্গা হয় বাজার। বাজেটে অতিরিক্ত সারচার্জ নেওয়ার কথা জানানোর পর বিদেশি বিনিয়োগকারীরা জুলাই এবং অগাস্টের মধ্যে বাজার থেকে প্রায় ২৪ হাজার ৫০০ কোটি টাকা তুলে নেওয়ায় এই মন্দা পরিস্থিতি তৈরি হয়। টাকার দামও ক্রমশ পড়তে থাকে।
স্যাঙ্কটাম ওয়েলথ ম্যানেজমেন্টের শীর্ষ বিনিয়োগকারী আধিকারিক সুনীল শর্মা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বলেছেন, “অর্থমন্ত্রী বিনিয়োগকারীদের আশানুরূপ সিদ্ধান্ত নিয়েছেন এবং একই সঙ্গে এই পদক্ষেপ নিয়ে ক্রেতার মনোবলকেও দৃঢ় করেছেন।”