গত জুলাই-আগস্টে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পিঠের সমস্যার কারণে দলের বাইরে ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ভারতীয় দলের নেট অনুশীলনের সময় ছিলেন বুমরাহ। সেখানে বোলিংও করেছিলেন তিনি। ট্রেনার ও ফিজিও তাঁকে সবুজ সঙ্কেত দেন এবং দলে যোগদানের ছাড়পত্র দেন।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, পিঠের চোটের জন্য রিহ্যাবের পর কতটা সেরে উঠেছেন বুমরাহ, তা যাচাই করতে টিম ম্যানেজমেন্ট তাঁকে বিশাখাপত্তনমের নেটে ডেকেছিল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি ২০ সিরিজে তারকা ওপেনার রোহিত শর্মা ও পেসার মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, ওপেনার শিখর ধবনকে দুই স্কোয়াডের দলেই রাখা হয়েছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় সম্প্রতি হাঁটুতে চোট পেয়েছিলেন ধবন। এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজে খেলতে পারেননি তিনি।
ভারত আগামী ৫, ৭ ও ১০ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি ২০ ম্যাচ খেলবে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলা হবে ১৪ থেকে ১৯ জানুয়ারির মধ্যে।
ভারতীয় দল (শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ): বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, কেএল রাহুল, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মণীশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন
ভারতীয় দল (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ):বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়স আয়ার,মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি