লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ শুরু আগে ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার জসপ্রিত বুমরাহ।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচ চলাকালে ফিল্ডিংয়ের সময় চোট পান বুমরাহ। আগামী ১২ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে ভারতের। তার আগেই বুমরাহ সুস্থ হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪ ওভারে ১৯ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। সীমিত ওভারের খেলায় ভারতীয় দলের স্লগ ওভারের বোলিং স্পেশ্যালিস্ট বুমরাহ। কাজেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে তাঁর দলে না থাকাটা নিঃসন্দেহে ভারতীয় দলের কাছে একটা ধাক্কা।
চোটের পর গত বৃহস্পতিবার দলের অনুশীলনে আসেন বুমরাহ। যদিও অনুশীলন করেননি। পরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়।
তিন জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ শুরু হচ্ছে।
চোট পেলেও বুমরাহর জায়গায় কাউকে নেওয়া হচ্ছে না বলেই খবর। সেক্ষেত্রে উমেশ যাদবকে খেলানো হতে পারে।