কাজান: মেসির পর বিদায় রোনাল্ডোরও। প্রি-কোয়ার্টারেই মেসি-রোনাল্ডোহীন বিশ্বকাপ। একই দিনে ছিটকে গেল দুই মহাতারকার দল। উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল পর্তুগালেরও। নকআউটে গোল পেলেন না রোনাল্ডো। শেষ আটে ফ্রান্সের মুখোমুখি উরুগুয়ে


বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারাল উরুগুয়ে। জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়ে গেলেন এডিনসন কাভানি।
খেলার ৭ মিনিটেই প্রথম গোল উরুগুয়ের। লুইস সুয়ারেজের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন এডিনসন কাভানি।
পর্তুগাল সমতায় ফেরে খেলার ৫৫ মিনিটের মাথায়। রাফায়েল গ্যারেরোর ক্রস থেকে হেড করে দলকে সমতায় ফেরান পেপে ।
পর্তুগাল খেলার রাশ ধরে নিয়েছিল। কিন্তু দিনটা ছিল এডিনসন কাভানিরই। খেলার ৬২ মিনিটে লাতিন আমেরিকান ফুটবলারের ঠিকানা লেখা শট রুই প্যাট্রিসিওকে হার মানিয়ে জড়িয়ে যায় জালে।
পর্তুগাল সমর্থকরা ম্যাচে ফিরতে যার দিকে তাকিয়েছিলেন সেই রোনাল্ডো গোল করতে পারেননি। চারটি বিশ্বকাপে সব নকআউট ম্যাচ মিলে মোট ৫১৪ মিনিট খেলেও রোনাল্ডোর গোলসংখ্যা মেসির মতোই শূন্য।
ফুটবলের দুই মহাতারকাই যা গোল করেছেন সবই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে।
খেলার ৭০ মিনিটে যখন চোট পেয়ে বেরিয়ে যাচ্ছেন ম্যাচের নায়ক কাভানি, রোনাল্ডোই এগিয়ে এসে সাহায্য করলেন তাঁকে মাঠ ছাড়তে।
সম্ভবত রাশিয়াতেই তাঁর শেষ বিশ্বকাপ খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের সামনে এবার ফ্রান্স। কোয়ার্টার ফাইনাল, ৬ জুলাই । উরুগুয়ে বনাম ফ্রান্স।
দুই দলই দুরন্ত ফর্মে থাকায় একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।