লন্ডন: ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ইংরেজ শিবিরের যন্ত্রণা বাড়ালেন ভারতের তারকা পেসারের স্ত্রী!

প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতীয় বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ব্রিটিশ ব্যাটারদের নাকানিচোবানি খাওয়ালেন। বল হাতে তছনছ করে দিলেন ইংল্যান্ডের ইনিংস। বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন তারপর জেসন রয়দের নিয়ে মজা করলেন।

ওভালে ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের প্রথম একদিনের ম্যাচে দুরন্ত বোলিং করলেন যশপ্রীত বুমরা। বাইশ গজে যখন বল হাতে ইতিহাস গড়েছেন বুমরা, তখনই ওভালের গ্যালারিতে মাইক হাতে ব্রিটিশ ক্রিকেটারদের কটাক্ষ করছেন তাঁর স্ত্রী, বিখ্যাত ক্রিকেট সঞ্চালিকা সঞ্জনা গণেশন।

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বাইরে একটি ফুডকোর্টে দাঁড়িয়ে রয়েছেন সঞ্জনা। বলছেন, “ফুডকোর্টে আজ প্রচুর মানুষ। কারণ ইংরেজরা আজ ক্রিকেট দেখতে চায় না। এখানে অনেক ফুড স্টল রয়েছে। তার মধ্যে একটি স্টলে ইংলিশ ব্যাটাররা মোটেও আসতে চাইবেন না। কারণ স্টলটির নাম ক্রিস্পি ডাক। আমি একটি ‘ডাক ব়্যাপ’ নিয়েছি। মাঠের বাইরের এই ডাক ব়্যাপ কতটা ভালো তা দেখতে হবে। কারণ অন ফিল্ড ডাক অসাধারণ।”

সঞ্জনার এই রসিকতায় মজেছে নেটিজেনরা। ম্যাচে জেসন রয়, জো রুট ও লিয়াম লিভিংস্টোনকে শূন্য রানে আউট করেন বুমরা। অর্থাৎ বুমরার বলে ইংল্যান্ডের তিন প্রথম সারির ব্যাটার ‘ডাক’ হন। স্বামীর পারফরম্যান্সে গর্বিত সঞ্জনা। ইংরেজ শিবিরকে কটাক্ষ করে জ্বালা বাড়ালেন পরাজয়ের। সঞ্জনার ভিডিও দেখে একজন লিখেছেন, “বৌদি মাঠের বাইরে রোল খাচ্ছেন। আর বুমরা মাঠে ইংরেজদের রোল করছেন।”

এদিন ওভালের ম্যাচে ৭.২ ওভারের বোলিং করে ১৯ রানের বিনিময়ে বুমরাহ নিয়েছেন ইংল্যান্ডের ৬টি উইকেট। যা থ্রি লায়ন্সদের বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স।

আরও পড়ুন: ট্রেনের শৌচালয়ের পাশে কাগজ বিছিয়ে শুরু হয়েছিল এভারেস্ট জয়ের সফর