বুমরাহর বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ, সেই কারণেই বারবার চোটের কবলে পড়ছে, মন্তব্য কপিলের
Web Desk, ABP Ananda | 26 Nov 2019 04:14 PM (IST)
বোলিং অ্যাকশন ভাল হওয়ায় তাঁর চেয়ে বেশিদিন খেলতে পারবেন সতীর্থ ভুবনেশ্বর কুমার।
নয়াদিল্লি: বর্তমানে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহর বোলিং অ্যাকশনের তীব্র সমালোচনা করলেন কিংবদন্তী কপিল দেব। তাঁর মতে, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্যই বারবার চোট পাচ্ছেন বুমরাহ। বোলিং অ্যাকশন ভাল হওয়ায় তাঁর চেয়ে বেশিদিন খেলতে পারবেন সতীর্থ ভুবনেশ্বর কুমার। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘বোলিং অ্যাকশন টেকনিকের দিক চেয়ে মজবুত হলে প্রভাব ফেলা সম্ভব হয়। বুমরাহর বোলিং অ্যাকশন এমন, ও বারবার চোট পাবে। ও বল করার সময় শরীরের চেয়ে হাতের ব্যবহার বেশি করে। সেটাই ওর সমস্যা। ভুবনেশ্বরের মতো বোলার শরীর বেশি ব্যবহার করে বলে অনেকদিন খেলতে পারবে।’ কপিল আরও বলেছেন, ‘আমি অনেক চেষ্টা করেও, বোলিং অ্যাকশন বদলাতে পারিনি। রিচার্ড হ্যাডলিকে দেখে শেখার চেষ্টা করতাম। ওর শরীর এবং হাতের ব্যবহার অসাধারণ ছিল। আমি ওর মতো অ্যাকশনে বোলিং করার চেষ্টা করতাম।’