এজবাস্টন: ব্য়াট হোক বা বল যশপ্রীত বুমরার কোনও জবাব নেই। এজবাস্টন টেস্টে (Edgbaston Test) অধিনায়ক (Captain) হিসেবে মাঠে নামার পর ব্যাট হাতে ১ ওভারে ২৯ রান করে বিশ্বরকেকর্ড গড়েছেন। বল হাতেও শুরুতেই ইংল্যান্ডের ইনিংসে আঘাত হেনেছেন। এবার ফিল্ডিংয়েও নজর কাড়লেন ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক। দুরন্ত ক্যাচে ফিরিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes)। 


শার্দুলের বলে ক্যাচ আউট স্টোকস 


তৃতীয় দিনে ইংল্যান্ড ইনিংসের ৩৮ তম ওভারের ঘটনা। সেই সময় বল করছিলেন শার্দুল ঠাকুর। ইংল্যান্ড অধিনায়ক স্টোকস সেই সময় ২৫ রান করে ব্যাট করছিলেন। বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে ইংল্যান্ডের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এর আগে নিজেই ক্যাচ ফেলেছিলেন স্টোকসের। তবে বল হাতে শার্দুল আর ভুল করলেন না। তবে শার্দুলের উইকেটের থেকেও বড় কথা এই উইকেটের পেছনে বুমরার অবদান সবচেয়ে বেশি। স্ট্রেইটে শট মেরেছিলেন স্টোকস। দ্রুত গতির সেই শটও নিজের স্পট থেকে একটু বাঁদিকে সরে দুর্দান্ত ভাবে লুফে নেন বুমরা।  


 






এদিন ব্যাট করতে নেমেছিলেন স্টোকস ও বেয়ারস্টো। স্টোকস ২৫ রান করে ফিরে গেলেও নিজের শতরান পূরণ করেন বেয়ারস্টো। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১০৬ রানে শামির বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আগের দিন বিরাটের সঙ্গে কথার লড়াইয়ে মাঠেই জড়িয়েছিলেন। তবে এদিন বেয়ারস্টো ক্রিজে এসেই দ্রুতগতিতে রান তোলা শুরু করেন। বেয়ারস্টো ফিরে যাওয়ার পর ইংল্যান্ডকে দ্রুত অল আউট করাই বুমরা, শামিদের একমাত্র লক্ষ্য এখন।


আরও পড়ুন: বুমরার প্রশংসায় সচিনের মজাদার ট্যুইটে কীসের ইমোজি দিলেন যুবরাজ?