মুম্বই: টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে এক ওভারে সর্বোচ্চ রান তুলে শোরগোল ফেলে দিয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। একের পর এক শুভেচ্ছা বার্তা ভেসে আসছে। প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন। আর সেই ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তারকা পেসার। ঘটনাক্রমে যে স্টুয়ার্ট ব্রডকে (Stuart Broad) পিটিয়ে এক ওভারে ২৯ রান তুলেছিলেন বুমরা, সেই ব্রড টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও ১ ওভারে সর্বোচ্চ রান খরচ করেছেন এর আগে। সেটিও ভারতের বিরুদ্ধে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেদিন ছিলেন যুবরাজ ও এদিন বুমরা। এদিকে গতকালের বুমরার এই ব্যাটিং দেখার পর একটি অভিনব ট্যুইট করেছেন সচিন তেন্ডুলকর। সেই ট্যুইটেই আবার একটি ইমোজি দিয়েছেন যুবরাজ। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ট্যুইটে কী লিখেছেন সচিন?
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে না থাকলেও সেই ম্যাচটির দিকে চোখ রেখেছিলেন সচিন। যুবরাজ সিংহের বিধ্বংসী ব্যাটিং দেখেছিলেন টিভিতে। সেই প্রসঙ্গ উল্লেখ করে ট্যুইটে সচিন লিখেছেন, ''আরে এটা সচিন না বুমরা!? ২০০৭ সালের ম্যাচটির কথা মনে পড়ে গেল।'' নিজের ট্যুইটে যুবরাজ ও বুমরাকে ট্যাগও করেছেন সচিন।
গতকাল এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) এক ওভারে ২৯ রান তুললেন বুমরা। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত এক ওভারে ওঠা সর্বোচ্চ রান। এর আগে ব্রায়ান লারা ছিলেন এই রেকর্ডের মালিক। ২০০৩-০৪ মরসুমে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান তুলেছিলেন লারা। অস্ট্রেলিয়ার জর্জ বেইলিরও টেস্টে এক ওভারে ২৮ রান নেওয়ার রেকর্ড রয়েছে। তবে লারার চেয়ে বাউন্ডারি কম মেরেছিলেন বলে তালিকায় তিনি তৃতীয় স্থানে রয়েছেন।
আরও পড়ুন: কামব্যাকেই বিশ্বকাপের মঞ্চে নিজের জাত চিনিয়েছিলেন 'বুড়ো' হরভজন