কলকাতা: ক্লাব ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারিয়ে এএফসি কাপের মূলপর্বে মোহনবাগান। স্কোর লাইন ৮-১ হলেও অবাক হওয়ার কিছু ছিলনা! রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মলদ্বীপের ক্লাবকে নিয়ে কার্ত ছেলেখেলা করল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন খেলা শুরু হওয়ার ৫৭ সেকেন্ডের মধ্যে পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি থেকে জেজে গোল করে এগিয়ে যেতেই রবীন্দ্র সরোবর জুড়ে শুধুই সবুজ-মেরুন ঝড়। ক্লাব ভ্যালেন্সিয়ার ডিফেন্স তখন দুর্গ সামলাতে হিমশিম খাচ্ছে সোনি-জেজে-প্রবীরদের আক্রমনের সামনে। প্রথমার্ধের একেবারে শেষমুহূর্তে ভ্যালেন্সিয়ার বক্সে জেজেকে সামলাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন হুসেন নিহান। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে শুরু থেকেই পাল্টা আক্রমনের পথে ক্লাব ভ্যালেন্সিয়া। ওমুডোর গোলে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফের সোনি-জেজে-বলবন্তের ত্রিফলা আক্রমণের সামনে চাপে পড়তে থাকে প্রতিপক্ষ। চারটি সহজ গোলের সুযোগ হাতছাড়া বলবন্তের। অবশেষে গোলের মুখ খোলেন সেই জেজেই। ৮৭ মিনিটে মোহনবাগানের হয়ে চতুর্থ গোল সোনির। ম্যাচের সেরা জেজে বলেন, গোল করাটা বিষয় নয়। হ্যাঁ, স্ট্রাইকার হিসেবে গোল করাটা আমার কাজ। তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ন দলের জয় ও তিন পয়েন্ট পাওয়া।। ৪-১ গোলে ম্যাচ জয়ের পর এবার এএফসির মূলপর্বে গ্রুপ ই-তে মোহনবাগান। মোহনবাগান ছাড়াও গ্রুপে রয়েছে ভারতের আরও একটি ক্লাব বেঙ্গালুরু এফসি, বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্র ও মলদ্বীপের মেজিয়া স্পোর্টস।