গোয়া: চলতি আইএসএলে প্রথমবার ধাক্কা খেল এটিকে মোহনবাগান। পরপর তিন ম্যাচে হ্যাটট্রিকের পর থমকে গেল সবুজ-মেরুন শিবিরের জয়রথ। টানা তিন ম্যাচে ক্লিনসিট রাখার পর চতুর্থ ম্যাচে এসে গোল হজম! একটা নয়, দুটি গোল হজম করে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ হারল সবুজ-মেরুন ব্রিগেড। ডিফেন্সের ভুলের দিকেই আঙুল তুলছেন এদিন ২-১ গোলে হেরে ছন্দপতন হাবাসের দলের।
ম্যাচের ৩০ মিনিটে 'গোলমেশিন' ভালসকিসের গোলে জামশেদপুর এগিয়ে যায়। মনরয়ের মাপা কর্নার সন্দেশ ঝিঙ্ঘান লাফিয়ে ক্লিয়ার করার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ঝিঙ্ঘান বলের নিয়ন্ত্রণ নিতে না পারলে সরাসরি হেডে ভালসকিসের গোল। রক্ষণের দুর্বলতাতেই গোল করে যান ভালসকিস।
গতবার চেন্নাইয়ান এফসির হয়ে হয়ে লিথুয়ানিয়ার স্ট্রাইকার নেরিজাস ভালসকিস ২০ ম্যাচে ১৫ গোল করেন। এবার জামশেদপুরের জার্সিতে গত বারের সোনার বুট জয়ী ফুটবলার দুরন্ত খেলছেন। দ্বিতীয়ার্ধেও আরও একটি গোল ভালসকিসের। এবারও সেই ডেডবল থেকে গোল করে যায় জামশেদপুর। ৬৬ মিনিটে কর্ণার থেকে মনরয় বল বাড়িয়েছিলেন। সেখান থেকে মোবাসির ভালসকিসকে বল বাড়ালে হেডে ম্যাচের দ্বিতীয় গোল করে যান। এই নিয়ে চার ম্যাচে তাঁর পাঁচ গোল হয়ে গেল।
জোড়া গোলে পিছিয়ে থেকে ৮০ মিনিটে রয় কৃষ্ণ এটিকে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান। মনবীরের হেড থেকে বল পেয়ে গোল করে যান কৃষ্ণ। গোলটি নিয়ে জামশেদপুরের ফুটবলাররা অফসাইডের আবেদন করলেও রেফারি গোল দিয়েছেন। শেষ দিকে প্রবীরের সেন্টার থেকে কৃষ্ণ দ্বিতীয় গোল করার সুযোগ তৈরি করলেও জামশেদপুর অধিনায়ক পিটার হার্টলে বিপদ মুক্ত করেন। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ হার এটিকে মোহনবাগানের।
মরশুমের প্রথম হার৷ শেষ ১৫ মিনিট দুর্দান্ত ফুটবল খেলেও ম্যাচ বাঁচাতে পারল এটিকে মোহনবাগান৷ মরশুমের প্রথম হার লোপেজ হাবাসের দলের৷ টানা তিন ম্যাচ জিতে দারুণ শুরু করলেও এদিন জামশেদপুর এফসি-র কাছে ১-২ গোলে হারল এটিকে মোহনবাগান৷
ISL 2020-21: জয়ের হ্যাটট্রিকের পর ছন্দপতন, জামশেদপুর এফসি-র কাছে হার এটিকে মোহনবাগানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Dec 2020 10:34 PM (IST)
মরশুমের প্রথম হার৷ শেষ ১৫ মিনিট দুর্দান্ত ফুটবল খেলেও ম্যাচ বাঁচাতে পারল এটিকে মোহনবাগান৷ মরশুমের প্রথম হার লোপেজ হাবাসের দলের৷ টানা তিন ম্যাচ জিতে দারুণ শুরু করলেও এদিন জামশেদপুর এফসি-র কাছে ১-২ গোলে হারল এটিকে মোহনবাগান৷
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -