কলকাতা: করোনা আবহে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত কোনও বার্ষিক পরীক্ষা হবে না। বার্ষিক পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে পড়ুয়াদের। সোমবার মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে।


নির্দেশিকায় পর্ষদ বলেছে, স্কুল যখন খুলবে তখন পূর্ববর্তী ক্লাসের পাঠক্রম পড়াতে হবে শিক্ষকদের। নতুন ক্লাসের পড়া শুরু করার আগে, পূর্ববর্তী ক্লাসের পাঠক্রম শেষ করতে হবে। ওই নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ আরও উল্লেখ করেছে, ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও  টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। তবে পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট স্কুলকে।



করোনা পরিস্থিতিতে মার্চ মাস থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শ্রেণি কক্ষের পঠনপাঠন থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা। রাজ্য সরকার ফোনে পড়ার ব্যবস্থা করলেও, প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়ারা তার সুবিধা কতটা নিতে পারছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় কবে স্কুল খুলবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না সরকার। সরকার আগেই জানিয়েছিল ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও  টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। এবার ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত কোনও বার্ষিক পরীক্ষা হবে না বলে জানিয়ে দেওয়া হল।