নয়াদিল্লি: টি ২০ ক্রিকেট থেকে অবসর ভারতীয় মহিলা দলের পেসার ঝুলন গোস্বামীর। ভারতের হয়ে ৬৮ টি ২০ ম্যাচ খেলেছেন তিনি। তাঁর সংগ্রহে রয়েছে ৫৬ উইকেট। এরমধ্যে ২০১২-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছিলেন তিনি।



২০০২-এর ড জানুয়ারি ৩৫ বছরের এই ক্রিকেটারের ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল। কেরিয়ারে ভারতের হয়ে এখনও পর্যন্ত ১০ টেস্ট ও ১৬৯ একদিনের ম্যাচ খেলেছেন তিনি। মহিলাদের একদিনের ক্রিকেটে তাঁর দখলেই রয়েছে সর্বাধিক উইকেট। একদিনের ক্রিকেটে প্রথম মহিলা বোলার হিসেবে ২০০ উইকেট সংগ্রহের কৃতিত্বও রয়েছে বাংলার এই মহিলা পেসারের দখলেই।
২০০৬-এ টনটনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ঝুলনের পারফরম্যান্স স্মরণীয় হয়ে রয়েছে। ওই টেস্টের দুটি ইনিংসেই পাঁচটি করে উইকেট দখল করেন তিনি। ওই ম্যাচে তাঁর ৭৮ রানে ১০ উইকেটের দৌলতে সিরিজে জয় পেয়েছিল ভারত।
২০০৭-এ আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছিলেন ঝুলন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। দু বছর আগে অর্জুন পুরস্কারে ভূষিত হন ঝুলন। এছাড়াও ডায়না এডুলজির পর দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে পদ্মশ্রী পেয়েছেন ঝুলন।