ওয়েলিংটন: দিনকয়েক আগেই নিউজিল্যান্ডের (New Zealand Cricket Team) তারকা বোলার ট্রেন্ট বোল্ট পারিবারিক কারণ এবং বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলার স্বার্থে দেশের বার্ষিক চুক্তি থেকে অব্যাহতি চেয়েছিলেন। সেই পথে হেঁটেই আরেক তারকা কিউয়ি ক্রিকেটের জিমি নিশামও (Jimmy Nesham) নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তি (New Zealand Central Contract) থেকে নিজের নাম সরিয়ে নিলেন। বিশ্বের একাধিক টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগের সঙ্গে আগেই মৌখিক চুক্তি করে ফেলেছেন নিশাম। তাই জন্যই তিনি বার্ষিক চুক্তি থেকে নিজের সরিয়ে নিয়েছেন।
সমালোচনার ঝড়
আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নিউজিল্যান্ড নিজেদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করে। তবে বার্ষিক চুক্তির অংশ হতে না চাইলেও, বোল্টের মতোই নিশামরেও কিউয়ি দলে সুযোগ পেতে কোনওরকম সমস্যা হবে না। তিনি দেশের সময় সুযোগ মতো খেলা চালিয়ে যাবেন। এই সিদ্ধান্তের ফলে যে তিনি সমালোচনার শিকার হবেন, সেই বিষয়ে ভালভাবেই অবগত কিউয়ি তারকা। তিনি বলেন, 'আমি জানি আজ আমার বার্ষিক চুত্তি প্রত্যাখ্যান করার বিষয়টিকে দেশের বদলে টাকাকে বেছে নেওয়া হিসাবেই বিবেচনা করা হবে। ব্ল্যাকক্যাপসের হয়ে খেলাটা আমার কেরিয়ারের সবথেকে গর্বের বিষয় এবং আমি সতীর্থদের সঙ্গে ভবিষ্যতেও দেশের হয়ে মাঠে নামতে আগ্রহী। বিশেষ করে সেরা টুর্নামেন্টগুলিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আগ্রহী আমি।'
চু্ক্তিবদ্ধ হলেন অ্যালেন
নিশাম এবং বোল্টের এই সিদ্ধান্তের পাশাপাশি সদ্যই আরেক কিউয়ি অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কার্যত বোল্ট ও গ্র্যান্ডহোমের বদলি হিসাবেই ব্লেয়ার টিকনার এবং ফিন অ্যালেনকে প্রথমবার নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তির আওতায় আনা হল। ফাস্ট বোলার টিকনার এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ছয়টি ওয়ান ডে এবং ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অপরদিকে, টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেন আটটি ওয়ান ডে এবং ১৩টি আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে।
'এ' দলের অধিনায়ক স্যামসন
দিন কয়েক আগেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল। সেই দলে সঞ্জু স্যামসন (Sanju Samson) সুযোগ না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন নেটিজেনরা। আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও নেই সঞ্জু। তবে ভারতীয় দল থেকে বাদ পড়লেও, নিউজিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে (India A vs New Zealand A) আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতীয় 'এ' দলের অধিনায়ক ঘোষণা করা হল সঞ্জু স্যামসনকে।
আরও পড়ুন: অনিল কুম্বলের বদলি হিসাবে প্রাক্তন কেকেআর কোচকে নিয়োগ করল পঞ্জাব কিংস