ধরমশালা: আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের জার্সিতে সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন জো রুট। প্রাক্তন ইংরেজ অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেন এদিন। আর এই রান করার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে রুট এখনও পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছেন। ১৮টি ইনিংস খেলেছেন। আর মোট ৯১৭ রান করেছেন। ৫৭.৩১ গড়ে ব্যাটিং করেছেন তিনি। তিনটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতরান হাঁকিয়েছেন রুট। ব্যক্তিগত সর্বোচ্চ ১২১।
ইংল্যান্ডের জার্সিতে এতদিন বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রানের মালিক ছিলেন গ্রাহাম গুচ। তিনি ২১ ম্য়াচে ৮৯৭ রান করেছিলেন। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে গুচের। এবার গুচকে টেক্কা দিয়ে সবার আগে নাম জো রুটের।
এদিকে, নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে বাংলাদেশের বিরুদ্ধে (ENG vs BAN) নিজেদের বিশ্বকাপের (ODI World Cup 2023) দ্বিতীয় ম্যাচে ৩৬৪ রান তুলল ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান (Mehidy Hasan) বল হাতে চার উইকেট নেন। ইংল্যান্ডের হয়ে ডেভিড মালান (Dawid Malan) ব্যাট হাতে ১৪০ ও জো রুট (Joe Root) ৮২ রানের ইনিংস খেলেন।
টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট কারার আহ্বান জানান বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। নিজের শততম ওয়ান ডে ম্যাচ খেলা জনি বেয়ারস্টোকে সঙ্গে মালান ইনিংসের শুরুটা দুরন্তভাবে করেন। মাত্র আট ওভারেই ইংল্যান্ডকে ৫০ রানের গণ্ডি পার করান দুই ওপেনার। ৩৯ বলে বিশ্বকাপ ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান হাঁকান মালান। বেয়ারস্টোও হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। দেখতে দেখতে ১৬ ওভারে বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলে ইংল্যান্ড।
তবে জনি বেয়ারস্টোকে ৫২ রানে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাংলা টাইগারদের অধিনায়ক শাকিব আল হাসান। তবে ওপেনিং পার্টনারকে হারালেও, মালান কিন্তু নিজের আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। ৩২তম ওভারে নিজের ওয়ান ডে কেরিয়ারের ষষ্ঠ শতরান পূর্ণ করেন মালান। ঠিক তারপরের ওভারেই মেহেদি হাসান মিরাজের বলে ২২ রান তোলেন মালান। তাঁকে যোগ্য সঙ্গ দেন জো রুটও। ৪৪ বলে অর্ধশতরান হাঁকান ইংল্যান্ডের তারকা ব্যাটার।
শেষমেশ মেহেদি হাসান মালানের ১০৭ বলে ১৪০ রানের ইনিংসে ইতি টানেন। জো রুটও নিজের শতরান পূরণ করতে পারেননি। তাঁকে ৮২ রানে সাজঘরে ফিরতে হয়। রুটকে আউট করেন শরিফুল ইসলাম। ঠিক তার পরের বলেই লিয়াম লিভিংস্টোনও খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। শেষের ইংল্যান্ড পরপর উইকেট হারালেও, ৩৫০ রানের গণ্ডি টপকে যায়।