ম্যাঞ্চেস্টার: পাকিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিশতরান করে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। ১৯৫৪ সালে ট্রেন্ট ব্রিজে ডেনিস কম্পটনের ২৭৮ রানের ইনিংসের পর এই প্রথম ঘরের মাঠে ইংল্যান্ডের কোনও ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিশতরান করলেন। তাছাড়া ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করলেন রুট। ১৯৬৪ সালের ২৩ জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫৬ করেছিলেন কেনেথ ফ্র্যাঙ্ক ব্যারিংটন। তার ঠিক ৫২ বছর পরে এই মাঠে একই কৃতিত্ব অর্জন করলেন রুট।


 

ওল্ড ট্র্যাফোর্ডে এই টেস্টের প্রথম দিন ১৪১ রানে অপরাজিত ছিলেন রুট। শনিবার ২৫৪ রান করেন তিনি। ইংল্যান্ড ৮ উইকেটে ৫৮৯ রানে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে।

 

রুটের এই অসাধারণ ইনিংসের ঝলক দেখুন। ভিডিও সৌজন্যে ইংল্যান্ড ক্রিকেট/ট্যুইটার