লন্ডন: এ মরসুমে ইংল্যান্ডের সবথেকে ইনফর্ম ব্যাটারের নাম জনি বেয়ারস্টো (Jonny Bairstow)। নিউজিল্যান্ড, ভারত, প্রতিপক্ষ যেই হোক না কেন, বেয়ারস্টোর ব্যাট কথা বলেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup 2022) ইংল্যান্ডের (England Cricket Team) হয়ে ফুল ফোটাবেন, এমনটাই আশা করছিলেন সমর্থকরা। তবে সে গুড়ে বালি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ গোটা ইংরেজ গ্রীষ্মের বাকি মরসুমটাই আর খেলা হবে না বেয়ারস্টোর। 


গল্ফ খেলতে গিয়ে চোট


সদ্য কয়েক ঘণ্টা আগেই ইংল্যান্ডের তরফে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করা হয়েছিল। তাতে স্বাভাবিকভাবেই বেয়ারস্টোর নাম ছিল। তবে সেই দল ঘোষিত হওয়ার পরেই এক দুর্ঘটনায় চোটের কবলে পড়েন ইংরেজ তারকা। শুক্রবার লিডসে গল্ফ খেলছিলেন বেয়ারস্টো। সেই সময়েই দুর্ঘটনার জেরে তাঁর লোয়ার লিম্বে চোট লাগে। সামনের সপ্তাহে বেয়ারস্টো এক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তারপরেই তাঁর চোট ঠিক কতটা গুরুতর এবং তিনি কতদিন মাঠের বাইরে থাকবে, সেই বিষয়ে স্পষ্ট ধারণা মিলবে।


 






তৃতীয় টেস্টে ডাকেট


ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড জানিয়েছে পরের বৃহস্পতিবার থেকে শুরু, প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বেয়ারস্টো বদলে বেন ডাকেট দলে ডাক পাচ্ছেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেয়ারস্টোর বদলি হিসাবে কে ইংল্যান্ডের দলে সুযোগ পাবেন, সেই বিষয়ে কোনও কিছু এখনও জানানো হয়নি ইসিবির তরফে। আসন্ন সময়ে এই পরিবর্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করবে বলে জানিয়েছে ইসিবি। জেসন রয় ইংল্যান্ডের ঘোষিত টি-টোয়ন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি। বেয়ারস্টো এবং জস বাটলারকে দিয়েই ওপেন করানোর পরিকল্পনায় ছিল ইংল্যান্ড। তবে তা আর এখন সম্ভব নয়।


প্রসঙ্গত, বাটলারের চোটও এখনও সারেনি। তাই পাকিস্তান সিরিজে মঈন আলি ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন। তবে এই সিরিজের মধ্যেই বাটলার ফিট হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। অবশ্য মার্ক উড এবং ক্রিস ওকস নিজেদের চোট সারিয়ে ফেলেছেন বলে জানানো হয়েছে ইংল্যান্ড বোর্ডের তরফে। তাঁদের বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডেও রাখা হয়েছে।


আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দলে সিঙ্গাপুরের ক্রিকেটার! বড় চমক