হেডিংলে: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দুরন্ত প্রত্যাবর্তন ইংল্যান্ডের (England)। জনি বেয়ারস্টোর (Johny Bairstow) অনবদ্য শতরান ও জেমি ওভার্টনের অপরাজিত অর্ধশতরানের ওপর ভর করে চাপে পড়েও দিনের শেষে স্বস্তি স্টোকস শিবিরে। সপ্তম উইকেটে রেকর্ড ২০৯ রান বোর্ডে যোগ করেন বেয়ারস্টো-ওভার্টন জুটি। ২১ রানে তাদের ৪ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকেই দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেট হারিয়ে ২৬৪।
নিউজিল্য়ান্ড প্রথম ইনিংসে ৩২৯ রান বোর্ডে তুলে নেয়
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩২৯ রানে অল আউট হয়ে যায় নিউজিল্য়ান্ড। ২২৮ বলে ১০৯ রান করেন ড্যারেল মিচেল। ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান কিউয়ি অলরাউন্ডার। ৫৫ রানে আউট হন টম ব্লান্ডেল। অধিনায়ক উইলিয়ামসন ৩১ রান করে আউট হন। ইংল্যান্ড বোলারদের মধ্যে জ্যাক লিচ সর্বােচ্চ ৫ উইকেট নেন। এছাড়া স্টুয়ার্ট ব্রড ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন ম্যাটি পটস ও জেমি ওভার্টন।
প্রাথমিক ধাক্কা সামনে বেয়ারস্টোর শতরান
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২১ রান বোর্ডে তুলতেই এদিন ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। রীতিমত সংহার মূর্তি ধারণ করেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট। অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি ও ওলি পোপকে বোল্ড করে দেন বোল্ট। মাত্র ৫ রান করে সাউদির শিকার হন রুট। বেন স্টোকস ১৮ রান করে ওয়াগনারের শিকার হয়ে ফিরে যান। এরপরই ওভার্টনকে সঙ্গী করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান জনি বেয়ারস্টো। পাল্টা প্রত্যাঘাত দেওয়া শুরু করেন বেয়ারস্টো। এদিন রীতিমত টি-টোয়েন্টির মেজাজে খেলেন ডানহাতি এই ব্যাটার। নিজের ইনিংসে ২১টি বাউন্ডারি হাঁকিয়েছেন বেয়ারস্টো।
জেমি ওভার্টন বোলিংয়ে এক উইকেট নিলেও ব্যাট হাতে দলের সবচেয়ে খারাপ সময় যোগ্য সঙ্গ দিলেন। টেস্টে নিজের কেরিয়ারের প্রথম শতরান হাঁকাতে মরিয়া থাকবেন ওভার্টন।
আরও পড়ুন: ভারতীয় বোর্ড নির্বাসিত করেছিল, বিতর্কিত আম্পায়ার লাহৌরে দোকান চালাচ্ছেন