Realme Narzo 50i Prime: বাজেট স্মার্টফোনের বিভাগে এবার নতুন ডিভাইস নিয়ে এল রিয়েলমি। সম্প্রতি সি সিরিজের সি 30 থেকে পর্দা উঠিযেছিল কোম্পানি। এবার নার্জো লাইন-আপে লঞ্চ করল নতুন হ্যান্ডসেট। এই ডিভাইসে একটি এলসিডি ডিসপ্লে, সিঙ্গল রেয়ার ও ফ্রন্ট ক্যামেরার সঙ্গে রয়েছে আরও ফিচার। 27 জুন থেকে দুই রঙে কেনা যাবে এই ফোন। জেনে নিন, ফোনের ফিচার ও স্পেকস ।
Realme Narzo 50i Prime: হ্যান্ডসেটের পিছনে স্ট্রাইপ ডিজাইন
Realme Narzo 50i Prime- এ একটি ওয়াটারড্রপ নচ নকশা রয়েছে। যেখানে নিচের বেজেল পুরু দেওয়া হয়েছে। পিছনে, এটি একটি স্ট্রাইপ নকশা ও উপরের বাম কোণে একটি সিঙ্গল ক্যামেরা ইনস্টল করা আছে। ফোনে 6.5-ইঞ্চি এইচডি+ (720x1600 পিক্সেল) এলসিডি স্ক্রিন ও প্রায় 270ppi পিক্সেল ডেনসিটি রয়েছে।
Realme Narzo 50i Prime: 8MP রেয়ার ক্যামেরাও পাওয়া যাবে
ক্যামেরার দিক তাকালে Realme Narzo 50i Prime-এ একটি 8MP ক্যামেরা আছে। সামনের দিকে একটি সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 5MP শুটার রয়েছে।
Realme Narzo 50i Prime: Unisoc T612 SoC প্রসেসর পাবেন
এই ফোনে পাবেন একটি Unisoc T612 প্রসেসর, যা 4GB পর্যন্ত RAM ও 64GB পর্যন্ত স্টোরেজ যুক্ত। হ্যান্ডসেটটি Realme UI Android 11 (Go Edition) এর উপরে তৈরি করা হয়েছে। এটি একটি 5,000mAh ব্যাটারি সহ 10W চার্জিং সাপোর্ট সহ আসে। কানেক্টিভিটির বিকল্পগুলির মধ্যে রয়েছে ডুয়াল-সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, একটি 3.5 মিমি অডিও জ্যাক ও একটি মাইক্রো-ইউএসবি পোর্ট।
Realme Narzo 50i Prime মূল্য
Realme Narzo 50i Prime এর বেস 3GB/32GB কনফিগারেশনের জন্য প্রায় 7,800 টাকা দিতে হবে। এর 4GB/64GB মডেলের দাম প্রায় 8,600 টাকা। আপনি 27 জুন থেকে AliExpress থেকে ফোনটি কিনতে পারেন।
আরও পড়ুন : Poco F4 5G: দুর্দান্ত ফিচার নিয়ে ভারতে হাজির পোকো এফ৪ ৫জি, দাম কত?