বার্সেলোনা: ১১ বছরের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন জর্ডি আলবা। আগামী ১ জুন থেকে বার্সেলোনা ক্লাবের সঙ্গে আর যুক্ত থাকবেন না স্প্যানিশ এই তারকা ফুটবলার। এই লেফট ব্যাকের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি ছিল। কিন্তু ৩৪ বছরের এই স্প্যানিশ ফুটবলার তার আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কাতালান ক্লাবটির হয়ে মোট ৪৫০টি ম্যাচ খেলেছেন আলবা। ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি, ছয়টি লা লিগা, পাঁচটি কোপা ডেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন। গোল করার পাশাপশি গোল করিয়েছেন অনেক। তিনি মোট ১৯টি গোল করেছেন বার্সার হয়ে। একই সঙ্গে ৯১টি অ্যাসিস্টও করেছেন। 


জর্ডি আলবার অবসরের ঘটনায় ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেছেন লিওনেল মেসি। তিনি লিখেছেন, ''তুমি একজন সতীর্থের চেয়েও আমার কাছে বেশিকিছু ছিলেন। মাঠে একজন সত্যিকারের সঙ্গী ছিলেন। আমরা ব্যক্তিগতভাবে ভালোভাবে যে কাজ করছি, তা উপভোগ করতে পারাটা কতই না আনন্দের ছিল। সবসময় তোমাকে ও তোমার পরিবারকে শুভ কামনা জানাই। এ ব্যাপারে আপনি অবগত আছেন। আশা করি নতুন মঞ্চ তোমার জন্য অনেক সাফল্য এবং আনন্দ নিয়ে আসবে। সবকিছুর জন্য ধন্যবাদ, জর্ডি। উষ্ণ আলিঙ্গন!''


বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকেও এক বিবৃতিতে জর্ডির ক্লাব ছাড়ার কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ''জর্ডি আলবা বার্সার হয়ে এক দশকেরও বেশি সময় ধরে মাঠের বাম প্রান্তকে নিজের করে নিয়েছিলেন। সিনিয়র দলের তৃতীয় অধিনায়ক হিসেবে ক্লাব ছাড়ছেন। একটি উজ্জ্বল ক্যারিয়ারের সমাপ্তি ঘটাচ্ছেন। এফসি বার্সেলোনা প্রকাশ্যে আলবার প্রতি তার পেশাদারিত্ব, প্রতিশ্রুতি এবং নিবেদনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। বার্সা পরিবারের সকল সদস্যের সঙ্গে আলবার আচরণ ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ। দুঃখজনক হলেও ভালোকিছুর অবসান ঘটতে চলেছে। মাত্র কয়েক সপ্তাহ পর বার্সায় জর্ডি আলবা আমাদের ক্লাব থেকে বিদায় নেবেন। তাঁর আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা রই।''


সূত্রের খবর, সের্জিও বুস্কেতসও বার্সা ছাড়তে চলেছেন কিছুদিনের মধ্যেই। স্পেনের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তথা বিশ্বকাপ ও ইউরোজয়ী কিংবদন্তি সের্জিও বুস্কেতস (Sergio Busquets) আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। চলতি বিশ্বকাপে স্পেনের অধিনায়কত্ব করলেও দলকে কাঙ্খিত বিশ্বতাপ ট্রফি এনে দিতে পারেননি। এরপরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন ৩৪ বছর বয়সি বুস্কেতস।