কলকাতা : মাঝে কেটে গিয়ে প্রায় একদিন। এখনও অধরা ব্যারাকপুর কাণ্ডের দৃষ্কৃতীরা। লুঠ রুখতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে এক ব্যবসায়ী যুবক। ক্ষোভে ফুঁসছে ব্যারাকপুর। স্থানীয়দের ক্ষোভ। এদিকে, নদিয়ার শান্তিপুরে বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। বাড়ির অদূরে আমবাগান থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ পরিবারের। জামাইষষ্ঠীর দিনে একদিকে যেমন চড়া বাজারদর, তেমনই রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বইতে পারে দমকা হাওয়া।


ব্যারাকপুরে অধরা দৃষ্কৃতীরা


ব্যারাকপুরের আনন্দপুরীতে শ্যুটআউটকাণ্ডে অধরা ৪ দুষ্কৃতী। ডাকাতদের রুখতে গিয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ী পুত্র। ডাকাতি আটকাতে যাওয়ায়, স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে গুলি করে খুন। ভরসন্ধেয় ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় হাড়হিম করা ঘটনার পর দীর্ঘ সময়। এখনও অধরা দুষ্কৃতীরা। অন্ধকারে টিটাগড় থানার পুলিশ। এদিন নিহত নীলাদ্রির সিংহর বাড়িতে যান সাংসদ অর্জুন সিং, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা। শনিবার ব্যারাকপুর ও পলতায় ব্যবসা বন‍্ধের ডাক দিয়েছেন তাঁরা। ব্যারাকপুরের আনন্দপুরী, অভিজাত এলাকা রীতিমতো জনবহুল। বাজার রয়েছে। সামনেই ব্য়াঙ্ক। রাতদিন হাজারো লোকের আনাগোনা। তার মধ্যেই গতকাল ভরসন্ধেয় ক্রেতা সেজে, হেলমেট, টুপি, মাস্কে মুখ ঢেকে সিংহ জুয়েলারি হাউসে হানা দেয় ডাকাতরা। লুঠপাটে বাধা দেওয়ায় গুলি করে খুন করে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে। গুলিবিদ্ধ হন স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর এক কর্মচারী। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 


নদিয়ায় বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু


নদিয়ার হাঁসখালির বিজেপি নেতার রহস্যমৃত্যু। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কৃষ্ণগঞ্জে ভাজনঘাট সেতু লাগোয়া আমবাগান
থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুুলিশ। মৃতের নাম নকুল হালদার। গাজনা গ্রাম পঞ্চায়েতের ২২৮ নম্বর বুথের বিজেপির বুথ সহ সভাপতি। মৃতের পরিবারের দাবি, একটি পা ভাঙা ছিল। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে সন্দেহ। পরিবারের দাবি, চাষের জমিতে যাচ্ছেন বলে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হন বিজেপি নেতা। এরপর গতকাল সকালে তাঁর ঝুলন্ত দেহ মেলে।  নাম না করে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাকে খুনের অভিযোগ করেছেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। ভিত্তিহীন অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে, পাল্টা দাবি তৃণমূলের।


রাজ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা


গরমের হলকা থামিয়ে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস। রাজ্যজুড়েই। তবে আশঙ্কা, সঙ্গী হবে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া। জামাইষষ্ঠীর দিনে আজ রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Rain Forecast) । দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা (Thunderstorm)। যদিও সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।


জামাইষষ্ঠীতে আগুন বাজার


জামাইষষ্ঠী বলে কথা। বাজার আগুন। মাছ থেকে ফল, হাত ছোঁয়ালেই দামের ছেঁকা। জামাইয়ের পাতে সাজিয়ে দেওয়ার জন্য বাজারে সব রকম মাছ মিলছে। কিন্তু জোগানে ঘাটতি থাকায় দাম চড়েছে। এক কেজির নিচে ইলিশের দাম ১২০০ টাকা। ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে ১৫০০ টাকায়। ইলিশের ওজন দেড় কেজির ওপরে হলে দাম পড়ছে ১৮০০-২ হাজার টাকা। গলদা চিংড়ি মিলছে ৭০০-৮০০ টাকায়। বাগদা হলে দাম পড়ছে ১২০০-১৫০০ টাকা। ভেটকির দাম বেশ চড়া। ৬০০-৬৫০ টাকা। ৬০০-৬৫০ টাকা দামে পাওয়া যাচ্ছে পারশে বা পাবদা মাছ। ফলের বাজারও অগ্নিমূল্য। ভাল হিমসাগর বিকোচ্ছে ৮০-১২০ টাকায়। লিচু এক কেজি ২০০ টাকা। ৪০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে কালো জাম। একটা কাঁঠাল ১০০ টাকা। তবে দাম যাই হোক, বছরের এই একটা দিন জামাই আপ্যায়নে পকেটের কথা চিন্তা করতে রাজি নন শ্বশুর-শাশুড়িরা।


আরও পড়ুন- বজ্রপাত-দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা, রাজ্যজুড়ে আজ বৃষ্টির পূর্বাভাস


মেট্রোয় ঝাঁপ, ব্যাহত চলাচল


কলকাতা মেট্রো (Kolkata Metro) লাইনে ফের ঝাঁপ। কালীঘাট মেট্রো স্টেশনে (Kalighat Metro Station) ঝাঁপ দেন একজন। যার জেরে অফিস টাইমে ব্যাহত হয় পরিষেবা। কালীঘাট স্টেশনে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় মাঝে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করেছিল। মেট্রো সূত্রে খবর, সকাল ১০ টা ২০ নাগাদ মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। বয়স আনুমানিক পঞ্চাশের ওপরে। যদিও তাঁর পরিচয় এখনও জানা যায়নি। মাঝে মেট্রো পরিষেবা ঘণ্টাখানেকের জন্য ব্যাহত হলেও বেলা ১১ টা ২০ মিনিট থেকে আপ ও ডাউন, মেট্রোর দুই লাইনেই পরিষেবা ফের স্বাভাবিক হয়।


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি