Vivo Smartphone: ভিভো সংস্থার ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন ভিভো ওয়াই০২টি (Vivo Y02T) দেখা গিয়েছে অনলাইনে। ভিভো সংস্থার ভারতীয় ওয়েবসাইটেই আত্মপ্রকাশ করেছে এই ফোন। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে ভিভো ওয়াই০২টি ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। ভিভো ওয়াই০২ সিরিজের এর আগে দুটো ফোন লঞ্চ হয়েছে। সেই তালিকায় ছিল ভিভো ওয়াই০২ এবং ভিভো ওয়াই০২এস। এই তালিকাতেই নাম জুড়তে চলেছে ভিভো ওয়াই০২টি ফোনের। জানা গিয়েছে, নতুন ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। এছাড়াও থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। একটিই স্টোরেজ কনফিগারেশন এবং একটি রেয়ার ক্যামেরা সেনসর নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই০২টি ফোন। 


ভিভো ওয়াই০২টি ফোনের দাম 


ভিভো সংস্থা এখনও এই ফোনের দাম ঘোষণা করেনি। তবে টিপস্টার পারস গগলানির কথায় ভিভো ওয়াই০২টি ফোনের দাম ৯৪৯০ টাকা হতে পারে। এই ফোন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চের সম্ভাবনা রয়েছে। কসমিক গ্রে এবং সানরাইজ গোল্ড- এই দুই রঙে ভিভো ওয়াই০২টি ফোন লঞ্চ হতে পারে ভারতে। 


ভিভো ওয়াই০২টি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে একটি ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট থাকতে পারে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৩ এবং Funtouch OS 13-র সাহায্যে পরিচালিত হবে ফোন।

  • ভিভো ওয়াই০২টি ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর এবং তার সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। 

  • ফোনের ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর, একটি গোলাকার ক্যামেরা মডিউলের মধ্যে থাকতে পারে। সঙ্গে থাকবে আয়তাকার এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর থাকবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • ভিভো সংস্থার আসন্ন ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.০ কানেক্টিভিটি থাকতে পারে এই ফোএ। মাইক্রো এসডি কার্ডের স্লট থাকারও সম্ভাবনা রয়েছে। 


iQoo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও (iQoo) সংস্থার নতুন ফোন আইকিউওও নিও ৭ প্রো (iQoo Neo 7 Pro)। সম্প্রতি আইকিউওও সংস্থার সিইও Nipun Marya ট্যুইটারে একটি টিজার পোস্টার প্রকাশ করেছেন। সেখানেই দেখা গিয়েছে আইকিউওও নিও প্রো ফোন আসছে ভারতে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে আইকিউওও নিও ৭ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। অনুমান, এই ফোনের প্রিমিয়াম ভার্সান হিসেবে নতুন ফোন লঞ্চ হতে চলেছে। আইকিউওও সংস্থার সিইও ট্যুইটারে যে টিজার পোস্টার শেয়ার করেছেন সেখানে '৭' এবং 'পি' লেখা দেখা গিয়েছে। এর থেকেই অনুমান করা হচ্ছে আইকিউওও নিও ৭ প্রো ফোন লঞ্চ হতে চলেছে। যদিও আইকিউওও সংস্থা আনুষ্ঠানিক ভাবে ফোনের নাম বা কোনও স্পেসিফিকেশন ঘোষণা করেনি এখনও। কবে এই নতুন ফোন ভারতের বাজারে আসছে সেই সম্পর্কেও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। অর্থাৎ আইকিউওও নিও ৭ প্রো ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।


আরও পড়ুন- মানবদেহে ভিটামিন ডি-এর ঘাটতি হলে কোন কোন প্রাকৃতিক উপায়ে সমস্যার সমাধান হবে?