END vs WI: ওয়ার্নারকে টপকে কুড়ির ফর্ম্য়াটের রানের বিচারে সাতে উঠে এলেন বাটলার

Jos Buttler Record: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমে ২৯ বলে ঝোড়ো ৫৫ রানের ইনিংস খেলেন বাটলার। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার।

Continues below advertisement

ত্রিনিদাদ: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন জস বাটলার। ইংল্যান্ড ক্রিকেট দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেখানেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে রানের বিচারে ডেভিড ওয়ার্নারকে টেক্কা দিয়ে দিলেন বাটলার। তিনি এই মুহূর্তে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম সর্বাধিক রান সংগ্রাহক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমে ২৯ বলে ঝোড়ো ৫৫ রানের ইনিংস খেলেন বাটলার। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার। ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচে এই মুহূর্তে বাটলারের সংগ্রহ ২৯১৬ রান। গড় ৩৫. ১৬। স্ট্রাইক রেট ১৪৪-র ওপর। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত বাটলার একটি শতরান হাঁকিয়েছেন। এছাড়াও ঝুলিতে রয়েছে ২২টি অর্ধশতরান। ওয়ার্নারের ঝুলিতে ছিল ৯৯ ম্যাচে ২৮৯৪ রান। তাঁর ঝুলিতে রয়েছে ১টি শতরান ও ২৪টি অর্ধশতরান। 

Continues below advertisement

এই তালিকায় সবার ওপরে রয়েছেন বিরাট কোহলি। তাঁর ঝুলিতে রয়েছে ১১৫ ম্য়াচে মোট ৪০০৮ রান। ৫২.৭৩ গড়ে ব্যাটিং করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ১ টি শতরান ও ৩৭টি অর্ধশতরান রয়েছেন ঝুলিতে। আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২ রানের ইনিংসটিই তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান টি-টোয়েন্টিতে। 

নতুন আইসিসি ক্রমতালিকা

নতুন প্রকাশিত আইসিসি ক্রমতালিকা অনুযায়ী বোলারদের ক্রমতালিকায় টি-টোয়েন্টি ফর্ম্যাটে শীর্ষে উঠে এলেন ইংল্য়ান্ডের আদিল রাশিদ। এই প্রথমবারের জন্য ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড এই মুহূর্তে। সেই সিরিজেই ৩ ম্যাচে এখনও পর্যন্ত ৫ উইকেট তুলে নিয়েছেন রাশিদ। এখনও একটি ম্যাচ খেলা বাকি। যার ফলে ক্রমতালিকায় উন্নতি করেছেন ইংল্যান্ডের স্পিনার। কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন ভারতের তরুণ স্পিনার রবি বিষ্ণোই। তবে তাঁকেও এবার টেক্কা দিলেন রাশিদ। বিষ্ণোই দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের রশিদ খান রয়েছেন তৃতীয় স্থানে। ইংল্য়ান্ডের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন। এর আগে এক দশক আগে গ্রেম সোয়ান একবার শীর্ষস্থান দখল করেছিলেন এই ফর্ম্যাটে। অন্য়দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ভাল পারফরম্যান্সের সুবাদে এগিয়ে এলেন কুলদীপ যাদব। 

ব্যাটারদের তালিকায় সূর্যকুমার যাদবই তাঁর শীর্ষস্থান ধরে রেখেছেন। অন্য়দিকে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান ও দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম রয়েছেন তৃতীয় স্থানে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola