আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং আশীষ বাগচী, কলকাতা: অঙ্গভঙ্গিকাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাহুল গাঁধী (Rahul Gandhi) ভিডিও না করলে কেউ জানতেই পারত না বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে শেষ মুহূর্তে তৃণমূলের প্রতিনিধিদলের তালিকা থেকে বাদ গেল কল্যাণের নাম। এই নিয়ে তৃণমূল (TMC) ও কংগ্রেসকে (Congress) একযোগে নিশানা করেছে বিজেপি (BJP)। 


সংসদ হামলার ২২তম বর্ষপূর্তিতে স্মোককাণ্ড এবং বিরোধী সাংসদদের সাসপেনশনের সেঞ্চুরি ঘিরে সংসদের শীতকালীন অধিবেশন উত্তপ্তই ছিল। তাতে এবার নতুন মাত্রা যোগ করল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক। 


এনিয়ে কল্যাণের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। রাজ্যসভায় মুখ খুলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তবে এই আবহে বুধবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।


সেই সঙ্গে এই বিতর্ক নিয়ে তিনি কার্যত বল ঠেললেন রাহুল গান্ধীর কোর্টে। যাঁকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গির সময় তার ভিডিও করতে দেখা গেছিল। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা তো সকলকে সম্মান করি তাই না? এটা অসম্মানের কোনও বিষয় নয়। এটাকে জাস্ট পলিটিকালি, ক্যাজুয়ালি একটা...আপনারা তো জানতেই পারতেন না যদি রাহুল গাঁধী ভিডিও না করতেন।' যদিও রাহুল গাঁধী বলেন, 'আমার ভিডিও, আমার ফোনেই আছে।' 


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'ঝাড়ে বাঁশ একইরকম হয়। মমতার মুখ যেমন তেমন বিধানসভার ভিতরে আমাকে তুই- তোকারি করে। যেমন ঝাড় তেমন বাঁশ নো প্রবলেম। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এফআইআর করেছেন। ওটা কলকাতা নয়। বিনীত গোয়েল নেই, মনোজ মালব্য নেই। ব্যবস্থা হবে।'                                                             


আরও পড়ুন, 'বিশেষ' কারণে বছরে ১ দিন মেলে এই মিষ্টি! যেতে হবে কোথায়?


তবে অঙ্গভঙ্গি ঘিরে বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেও, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে তৃণমূলের প্রতিনিধিদল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে তালিকায় নাম থাকলেও, পরে তাঁর জায়গায় রাখা হয় আরেক সাংসদ নাদিমুল হককে।


যার জেরে প্রশ্ন উঠছে, অঙ্গভঙ্গি-বিতর্কের জেরেই কি তৃণমূলের প্রতিনিধি দল থেকে বাদ পড়লেন কল্যাণ? তৃণমূলের প্রতিনিধি দল থেকে বাদ যায় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নামও।