জয়পুর: আইপিএলের মঞ্চে সেরা ব্যাটার কে? অনেকেই বলবেন বিরাট কোহলি, ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে তালিকায় নিশ্চিন্তে ঢুকে পড়বেন জস বাটলার। আইপিএলে চার ম্যাচে ইতিমধ্যেই তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়েও এগিয়ে চলেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। এবার বাটলারকেই এখন বিশ্বের ১ নম্বর ব্যাটার বললেন হরভজন সিংহ। 


কী বলছেন ভাজ্জি?


গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে রাজস্থান রয়্যালস জয় ছিনিয়ে নিয়েছিল। অর্ধশতরান হাঁকিয়েছিলেন বাটলার। ২০০৮ সালের পর প্রথমবার চিপকে সিএসকেকে হারিয়ে দেয় রাজস্থান। ভাজ্জি বাটলারের ব্য়াটিং দেখে বলছেন, ''বাটলারকে নিয়ে যা বলব সেটাই কম বলা হবে। পিচের দারুণ ব্যবহার করতে পারে। পেস ও স্পিনে দুটোর বিরুদ্ধেই দারুণ খেলেন বাটলার। ওর ফুটওয়ার্কও অসাধারণ। নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটার বাটলার।''


আইপিএলের মঞ্চে ব্যাট হাতে যখনই নামেন, তখনই ফুলঝুরি ফোটান। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নেমেও অর্ধশতরান হাঁকিয়েছেন। ৩৬ বলে ৫২ রান করেছিলেন তিনি। নিজের ইনিংসে ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান বাটলার। আর এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই একটি নজিরও গড়ে ফেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। আইপিএলে নিজের ৩ হাজার রান পূরণ করলেন বাটলার। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূরণ করেন তিনি। উল্লেখ্য, গতকালের বাটলার ইনিংস এবারের টুর্নামেন্টে চার ম্য়াচে তাঁর ৩ নম্বর অর্ধশতরান।


আইপিএলে নিজের কেরিয়ারে ৮৬ ম্যাচে মোট ৩০৩৫ রান করেছেন বাটলার। গড় ৪০.৪৬। স্ট্রাইক রেটও ঈর্ষণীয়। তা ১৫০.৯১। ৮৫টি ইনিংস খেলে মোট ৫টি সেঞ্চুরি ও ১৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন বাটলার। আইপিএলে বাটলারের সর্বােচ্চ স্কোর ১২৪। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম ৭৫ ইনিংসে ৩ হাজার রান পূরণ করেছিলেন ক্রিস গেল। দ্বিতীয় স্থানে রয়েছেন কে এল রাহুল। তিনি ৮০ ইনিংস খেলেছিলেন। বাটলারের পরে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও ফাফ ডু প্লেসি। ২ জনেই ৯৪ টি করে ইনিংস খেলেছেন। 


রাজস্থানের শাস্তি


চিপকে সিএসকের বিরুদ্ধে রাজস্থান দল নির্ধারিত সময়ে নিজেদের ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই বিসিসিআইয়ের তরফে শাস্তি পেলেন দলের অধিনায়ক স্যামসন। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'বুধবার চিপকে আইপিএলের ১৭তম ম্যাচে সিএসকের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় তাঁদের জরিমানা করা হয়েছে। যেহেতু এ মরসুমে রাজস্থান দল প্রথমবার আইপিএলের কোড অফ কনডাক্ট ভাঙল, সেই কারণে দলের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১২ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।'