কলকাতা: দিন দুয়েকের অপেক্ষা। নববর্ষের (Noboborsho) আবহে ইতিমধ্যেই মেতে উঠেছেন বাঙালিরা (Bengali New Year)। সেই দৌড়ে মনোরঞ্জনই বা পিছিয়ে থাকবে কেন। নববর্ষ উপলক্ষ্যে কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ (Pherari Mon) থাকছে বিশেষ পর্ব (Special Episode)। 


নববর্ষ স্পেশাল 'ফেরারি মন'


পয়লা বৈশাখ উপলক্ষ্যে এই ধারাবাহিকে হবে বিশেষ উদযাপন। এর মাধ্যমেই নতুন মোড় নেবে ধারাবাহিকের গল্প। এই আবহেই ঋষিকেশ তুলসীকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ দেবে। তবে এই প্রথম তুলসীর ওপর দায়িত্ব দেওয়া হবে রায় বর্মন পরিবারের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করতে। সেই অনুষ্ঠানে অগ্নি ও তুলসীকে একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঋষিকেশের পার্টির সদস্যরাও। তুলসী এই অনুষ্ঠানের থিম রেখেছে 'বাঙালিয়ানা' এবং বাঙালিদের সম্পর্কিত সবকিছু থাকবে এখানে। 


'ফেরারি মন' ধারাবাহিকের গল্প এক ঝলকে


তুলসী, এক মেধাবী নারী, যে জীবন কিছু আদর্শে বাঁচে ও লড়াই করতে জানে। ছোটবেলা থেকেই যা সঠিক, তার পক্ষেই থেকেছে সে। অন্যদিকে অগ্নির চরিত্র একেবারে উল্টো। ক্ষমতাসম্পন্ন এক পরিবারের অহঙ্কারী ছেলে সে। নিজের ইচ্ছামতো জিনিস আদায় করতে সর্বদা সে নিজের ক্ষমতার ব্যবহার করেছেন তিনি। জীবনে সবকিছুই এত সহজে সে পেয়ে গেছে যে কোনটা সঠিক কোনটা ভুল তার বিচার অগ্নি করতে জানে না। কলেজে অগ্নি ও তুলসীর আলাপ হয়। প্রথম থেকেই শুরু হয় ঝগড়া। কিন্তু ঝগড়া, দ্বন্দ্ব, একেবারে ভিন্ন দুই চরিত্রের হওয়া সত্ত্বেও গল্পের ফেরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাঁরা। তুলসী ও অগ্নির দুষ্টুমিষ্টি প্রেমের কাহিনি দর্শকের মন জয় করেছে। 


 






আরও পড়ুন: The Immortal Ashwatthama: রণবীর সিং-এর পরিবর্তে 'দ্য ইমর্টাল অশ্বত্থামা'-য় ভিকি কৌশল?


ধারাবাহিকে তুলসীর চরিত্রে দেখা যায় সুদীপ্তা রায় (Sudipta Roy) ও অগ্নির চরিত্রে বিপুল পাত্রকে (Bipul Patra)।