মিউনিখ: তাঁর ফুটবল কেরিয়ার মধ্যগগণে পৌঁছেছিল এই ক্লাবেই। সেই প্রিয় লিভারপুল ছেড়ে দিলেন সাদিও মানে। রেডসদের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ঝুলিতে রয়েছে এফএ কাপও। অবশেষে জার্মানির ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিলেন সেনেগালের এই তারকা স্ট্রাইকার। বায়ার্নে যোগ দিয়ে মানে বলেন, ''আমার এজেন্ট আমায় জানান যে অন্যান্য ক্লাবরাও আমার বিষয়ে খোঁজখবর নিয়েছিল। তবে বায়ার্ন যখন আমায় ওদের পরিকল্পনা জানায়, তারপর থেকে বায়ার্নেই যোগ দেওয়া সঠিক বলে আমার মনে হয়েছিল।''


 






কিছুদিন ধরেই বায়ার্নের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়নডস্কির ক্লাব ছাড়ার খবর উঠে আসছে। এই পরিস্থিতিতে মানের মত স্ট্রাইকার দলে যোগ দেওয়ায় নিঃসন্দেহে ফরোয়ার্ড লাইনে শক্তি বাড়ল বায়ার্নের। ১০ বার বুন্দেশলিগা জয়ী ক্লাবটির জার্সি হাতে নিয়ে মানে বলেন, ''আমার জন্য সেরা সময়ে এটাই সেরা ক্লাব। এটি বিশ্বের অন্য়তম বৃহত্তম ক্লাব এবং দলটি সবসময়ই খেতাবের জন্য লড়াই করে। দল যাতে আরও খেতাব জিততে পারে, তার জন্য আমি নিজের সবটা উজাড় করে দেব।''


উল্লেখ্য, লিভারপুলের জার্সিতে ২৬৯ ম্যাচে খেলে ১২০ গোল করেছিলেন মানে। ২০১৮-১৯ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতেন। 


আরও পড়ুন: কাতার বিশ্বকাপ দেখতে যাচ্ছেন? ভুল করেও এই কাজটি করবেন না