মেলবোর্ন: আজ জন্মদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউরের। আজই আবার মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ভারত। জন্মদিনে দেশকে বিশ্বকাপ উপহার দিতে মরিয়া হরমনপ্রীত। তিনি জানিয়েছেন, ট্রফি ছাড়া আর কিছু চান না।


প্রথমবার মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। এখান থেকে খালি হাতে ফিরতে চান না চলতি বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দলের সদস্যরা। ২০০৩ বিশ্বকাপে ফাইনালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। আজ হরমনপ্রীতরা জিতলে সেই হারের মধুর প্রতিশোধ নিতে পারবেন।

ফাইনালের আগে ভারতের অধিনায়ক অবশ্য সেমি-ফাইনাল ম্যাচ না হওয়া নিয়ে আফশোস করেছেন। তিনি বলেছেন, ‘গত কয়েকদিন ধরে আমরা শুধু ইন্ডোরেই অনুশীলন করেছি। আমরা বিশ্রাম পেয়েছি। কিন্তু দলের কেউই বিশ্রাম নিতে চায়নি। সবাই খেলতে চেয়েছিল।’

আজ মেলবোর্নে প্রায় ৯০ হাজার দর্শক থাকবেন। এই বিষয়টি নিয়ে খুশি হরমনপ্রীত। তিনি জানিয়েছেন, ‘প্রথমবার আমরা স্টেডিয়ামে ৯০ হাজার দর্শক দেখতে পাব। এটা দারুণ অনুভূতি। আমরা অবশ্য প্রচুর দর্শকের সামনে খেলে অভ্যস্ত। দলের সবাই জানে, স্টেডিয়ামে প্রচুর চিৎকার হবে। একে অপরের দিকে নজর রাখতে হবে। আমাদের কিছু না ভেবে শুধু এই মুহূর্তটি উপভোগ করতে হবে।’

হরমনপ্রীত আরও বলেছেন, ‘ভারতীয় সমর্থকরা সবাই এই ম্যাচ নিয়ে উত্তেজিত। তাঁরা স্টেডিয়ামে হাজির থাকতে চান। আশা করি তাঁরা বাকি টিকিট কিনে নিয়ে মাঠে আসবেন। তাতে আমাদেরই ভাল হবে। আমাদের অনেক সমর্থক মাঠে আসবেন এটা মাথায় থাকলে আমরা খেলায় মন দিতে পারব।’