মুম্বই: দীর্ঘক্ষণ জেরার পর আজ ভোর তিনটে নাগাদ গ্রেফতার করা হল ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রাণা কপূরকে। শুক্রবার রাত থেকে তাঁকে জেরা শুরু করেন ইডি আধিকারিকরা। কিন্তু তিনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছিলেন না বলে অভিযোগ। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। আজই মুম্বইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় রাণাকে। আদালতে তাঁকে ১১ তারিখ পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।



তদন্তকারীরা জানিয়েছেন, রাণাকে জেরা করার পাশাপাশি দিল্লি ও মুম্বইয়ে তাঁর মেয়েদের বাসভবন ও দফতরেও তল্লাশি চালানো হয়েছে। মুম্বইয়ের ওরলি অঞ্চলে রাণার বাসভবনেও তল্লাশি চালানো হয়। কয়েকটি কর্পোরেট সংস্থাকে ঋণ পাইয়ে দেওয়ার বিনিময়ে রাণার স্ত্রীর অ্যাকাউন্টে ঘুষের টাকা জমা পড়েছিল বলে অভিযোগ। এছাড়া উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেডের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও বেনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্ত করছে সিবিআই।