নয়াদিল্লি: বিসিসিআই-এর সংস্কার নিয়ে বিচারপতি লোঢা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়কে অসাংবিধানিক ও অবৈধ বলে দাবি করলেন প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। তাঁর মতে, এই রায়ের ফলে শীর্ষ আদালত সংবিধানের নীতি লঙ্ঘন করেছে। সংবিধানে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগকে আলাদা রাখা হয়েছে। এখন বিচার বিভাগ যদি আইন প্রণয়ন করতে শুরু করে, তাহলে বিপজ্জনক প্রবণতা তৈরি হবে।
মঙ্গলবার বিচারপতি লোঢার সঙ্গে বিসিসিআই-এর শীর্ষকর্তাদের বৈঠকের কথা রয়েছে। কিন্তু বোর্ডের আইনজীবী কাটজু এই বৈঠক বাতিলের পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করা উচিত।
কাটজুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বোর্ড সচিব অজয় শিরকে বলেছেন, লোঢা কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের রায় নিয়ে কাটজু যে রিপোর্ট দিয়েছেন তা খতিয়ে দেখা হবে। তারপরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।
লোঢা কমিটি: সুপ্রিম কোর্টের রায় অসাংবিধানিক ও অবৈধ, দাবি কাটজুর
Web Desk, ABP Ananda
Updated at:
07 Aug 2016 02:02 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -