নয়াদিল্লি: সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। আর তা নিয়ে নাম না করেই সাইনাকে বিঁধলেন ভারতের অন্য এক ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টা। তাঁর ট্যুইট- 'প্রথমবার শুনেছি.. বিনা কারণে খেলা শুরু করেছিল আর এখন বিনা কারণে পার্টিতে যোগ দিল'।



জ্বালার এই ট্যুইটের পর নেটিজেনদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন।
সাইনা ও তাঁর দিদি চন্দ্রাংশু নেহওয়াল গত বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগদানের পর সাইনা বলেন, প্রধানমন্ত্রী যেভাবে দিন-রাত কাজ করেন, তা তাঁর খুব ভালো লাগে। ব্যাডমিন্টন তারকা বলেন, দেশের জন্য কাজ করতে চান তিনি এবং বিজেপি এমন একটি দল, যারা দেশের জন্য ভালো কাজ করছে। বিজেপিতে সামিল হতে পেরে তিনি খুশি বলেও জানিয়েছিলেন সাইনা।

২৯ বছরের সাইনা বিশ্বের আট নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড়।
আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের আগে সাইনার বিজেপিতে যোগদান তাত্পর্য্যপূর্ণ। সাইনার যোগদানের ফলে বিজেপি দিল্লি বিধানসভা নির্বাচনে লাভবান হবে বলে মনে করা হচ্ছে।
এবার সাইনার নাম না করে তাঁর বিজেপিতে যোগদানকে কটাক্ষ করলেন জ্বালা। এজন্য সাইনার অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় জ্বালাকে একহাত নিয়েছেন। তাঁরা জ্বালাকে মনে করিয়ে দিয়েছেন, ব্যাডমিন্টন কোর্টে ভারতের হয়ে জিতে দেশের সম্মান বাড়িয়েছেন সাইনা। পরে অবশ্য জ্বালা সুর বদলান।
প্রথম ট্যুইটের কয়েক ঘন্টা পর পরের ট্যুইটে জ্বালা সাইনাকে বিজেপিতে যোগদানের জন্য শুভেচ্ছা জানান। তিনি লেখেন, 'সাইনা, দলে যোগদানের জন্য শুভকামনা...আমার শুভকামনা, তুমি দেশের মহিলাদের ও মহিলাদের খেলার জন্য বড় কিছু করবে। হ্যাঁ, এটা কঠিন, কিন্তু আমার আশা, তুমি বড়সড় বদল আনবে, শুভেচ্ছা'।